বেঁচে থেকেও আমি মৃত; কিছু না লিখতে জেনেও কবি............
নগ্নতার পায়ে ছেকল পড়ানো বন্দি যুবতীর গল্প!
বলতে গিয়েও বলা হয়নি অনেকদিন
বলার চেষ্টায় চেষ্টায় আপাদমস্তক আমার মৃতপ্রায়
মাথার কালো চুল ধবধবে সাদা হবার অপো
তবু আমি আর আমার ছেকল পড়ানো বন্দি যুবতীর
মাঝে কোন অমিল খুঁজে পাইনা।
গল্পটা বহুদিন ধরেই আমায় দাপিয়ে বেড়াচ্ছে
মনের ভেতর ঝিমঝিমিয়ে অবশ করা কোলাহল
দমাতে চাই; দলাতে; কিছুই পারা যায়না
একান্তে বহুদিন ধরে অস্থির পথচারী
গল্পটা আমার ভোলা দরকার
অথবা কাউকে শোনানোর।
বহুদিন ধরেই তেমন একটা মানুষ খুঁজছি
যে আমার ছেকল পড়ানো বন্দি যুবতীর গল্প শুনবে
শোনার ইচ্ছে না থাকলেও শোনার ভান করবে
সব কিছু শুনে কিছু না বুঝেও বলবে
‘এমন কেন হলো বন্দি যুবতীর’
তেমন একটা মানুষ আরো কতদিন খুঁজতে হবে
জানা নেই, নেই, নেই।
গল্পটা কাউকে না বলা পর্যন্ত আমার কোন গতি হচ্ছেনা
আমার সকাল বিকেল, সন্ধ্যা, রাত
আলো জ্বলা দুপুরের মেঘ
সবই অদ্যবধি কোলাহলমুক্ত, যুক্ত, সিক্ত
আবারো বলতে গিয়ে থেমে যাই বারবার
ছেকল পড়া বন্দি যুবতী আজকাল আমার মুখেও ছেকল পড়াচ্ছে
আমি আর আমার অবুঝ মন তার ছেকলে বন্দি
তবু আমি বলব, আজ বলবোই;
তার, ওর, সবার বাধা ভেদ করে আমাকে বলতেই হবে
নইলে যে আমার আমাকেই হারাতে হবে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।