( যত দিন যাচ্ছে তত আমরা সবাই যেন ক্রমশঃ হাসতেই ভুলে যাচ্ছি ! হাজার কাজের চাপ, টেনশন, প্রাকৃতিক বিপর্যয়, আরও হাজার ঝামেলায় আমরা যেন দিশাহারা......... ভাবলাম আমার এই লেখাটায় একটুখানি হলেও যদি ঠোঁটের ফাঁকে হাসি আসে.........)
পিঁপড়ের দল রোজ সকালে, তাকধিনাধিন নাচে
ওই সময়েই গঙ্গা ফড়িং, জামা কাপড় কাচে!
গঙ্গা ফড়িং কাঁদছে বসে, ইচ্ছে ভীষন হয়
নাচব তেমন উপায় কোথায়, ফিগার ভালো নয়!
পিঁপড়ে তখন এসে বলে, দুঃখ করিস না
ফিগার ভালো হয়ে যাবে যোগাসনে যা!
সেদিন থেকে শুরু আসন! তিন বছরের কাছে
সবাই বলে এখন ফড়িং, ভীষন ভালো নাচে!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।