আমাদের কথা খুঁজে নিন

   

ট্রান্সফার মৌসুমঃ ফুটবল রসিকদের মধুমাস এলো বলে!!

এবার বিদায়ের পালা ...
প্রথমেই বলে রাখা ভাল,এই পোস্টের জন্য পথহারা আমির প্রতি সবিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ইউরোপিয়ান ফুটবলের কোন ক্লাব কাকে চায় ফুটবল ভক্তদের জন্য এখন মোটামুটি অখন্ড অবসর,বলা যায় অনেকটা মাছি মেরেই এখন দিন কাটাচ্ছি। সবকটা বড় লীগের শিরোপাই এর মধ্যে নিষ্পত্তি হয়ে গেছে,আর দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের চায়ের কাপে ঝড় তোলার দিনও ফুরোল বলে। এই কলিকালে তাই ট্রান্সফারের খেরোখাতার হিসেব নিকেশ করেই আমাদের দিন কাটাতে হচ্ছে। (আমার কাছে অবশ্য সেটা আরো বেশি রোমাঞ্চকর)।

যাই হোক,ইউরোপের বড় দলগুলো এই মৌসুমে কিভাবে নিজেদের আখের গোছাবে তারই একটা অনুপুংখ ব্যবচ্ছেদের প্রয়াস থাকবে এই পোস্টে। এবং অতি অবশ্যি বলাই বাহুল্য যে এইসব স্পেকুলেশন পুরোপুরিই এই অধমের মস্তিষ্কপ্রসূত। এর সাথে অতি সহজেই যে কেউ দ্বিমত পোষণ করতে পারে(সেটাই বরং স্বাভাবিক)। গৌরচন্দ্রিকা শেষে এবার মূল কথায় আসি। প্রথমেই রেড ডেভিলসদের কথায় আসি।

অসাধারণ একটা মৌসুমের মধুরেণ সমাপয়েৎ না হলেও এবার ট্রান্সফার সিজনে ওল্ড ট্রাফোর্ডে বড় কোন চমক আসবে বলে মনে হয়না। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে রোনালদো যদি সত্যিই চলে যায় সেক্ষেত্রেই কেবল রিবেরির মত হাই প্রোফাইল কাউকে দেখা যেতে পারে। আর তেভেজ যদি সত্যিই ওল্ড ট্রাফোর্ড থেকে পাততাড়ি গুটান তাহলে বেন্ট বা ভ্যালেন্সিয়ার মত উঠতিদের দিকেই ম্যানইউ হাত বাড়াবে বলে মনে হয়। গিগস ও স্কোলসের আসন্ন বিদায়ে মিডফিল্ডে শূন্যতা পূরণের জন্য ওল্ড ট্রাফোর্ডে চমক হিসেবে কেউ আসতে পারে বলে আমার ধারণা। (যেটার অভাব চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালে প্রকটভাবে ফুটে উঠেছিল)।

দেখা যাক,ফার্গি শেষ পর্যন্ত কি চাল চালেন। ওদিকে লিভারপুলও ট্রান্সফার সওদায় নিজেদের দল ভারি করার চেষ্টা চালাবে। জেরার্ড ও তোরেসের মত বিশ্বসেরা ফুটবলার থাকলেও ভাল উইঙ্গারের অভাবে তাদের এখনো জেরবার হতে হচ্ছে। রিয়েরা মোটামুটি ধারাবাহিক হলেও বাকিদের অবস্থা তথৈবচ। আমার মনে হয়,গত মৌসুমে ব্যারিকে কিনতে শেষ পর্যন্ত লিভারপুল ব্যর্থ হলেও এবার ব্যারি অল রেড শিবিরে যোগ দেবে।

আর দুই উইংব্যাকে আরবেলোয়া বা ডোসেনা কতটুকু নির্ভরযোগ্য সে বিষয়েও আমার যথেষ্ট সন্দেহ আছে। তবে এবার ট্রান্সফারে অ্যানচেলোত্তিকে কিনে প্রথম চমকটা চেলসিই দিল। সেক্ষেত্রে অ্যানচেলোত্তি তার পুরোনো ক্লাব থেকে কাকে ভিড়ান সেটাই দেখবার বিষয়। আমার মতে একজন ক্লাস স্ট্রাইকার হবে তাদের এবারের প্রাইম টার্গেট,আর বেনজেমা বা ভিলা হতে পারে তাদের সম্ভাব্য শিকার। ওদিকে অ্যালেক্স বা কারভালহোর ক্লাব ছাড়ার ব্যাপারে হরহামেশাই গুঞ্জন শোনা গেলেও সেটা কতটুকু সত্যি হবে,সেটাই দেখবার বিষয়।

আর্সেনালের দল্বদল নিয়ে সবসময় প্রচুর গুজব ডালপালা মেললেও বেশিরভাগ সময় এর সিকি ভাগও সত্যি হয়না। আলোনসো এমিরেটসে আসলে তাদের মিডফিল্ডের শুন্যতা অনেকটুকুই ঢেকে যাবে সত্যি,কিন্তু একজন বিশ্বমানের স্ট্রাইকার তাদের খুব খুব করেই দরকার। শামাখ বা সান্তাক্রুজ এ প্রয়োজন মেটাতে পারবে কিনা তা সময়ই বলে দেবে। ট্রান্সফার সিজন এখনো শুরু হয়নি। অথচ কাকার সম্ভাব্য ট্রান্সফার নিয়ে এরই মধ্যে ব্যাপক হাইপ তৈরি হয়েছে।

মিলানের ঘরের ছেলের রিয়ালে যোগ দেওয়া এখন সম্যের ব্যাপার মনে হলেও শেষ পর্যন্ত যে পাশার দান উলটে যাবেনা তা কে বলতে পারে। কাকা যদি সত্যিই বার্ন্যাবুতে আসেন,সেক্ষেত্রে তারা রোনালদোকে কেনার মত আরেকটি বিগ ডিল করবে বলে মনে হয়না। তবে আমার মনে হয় রিয়ালের সত্যিকার প্রয়োজন আলোন্সোর মত একজন হোল্ডিং মিডফিল্ডারের আর ক্যানাভারোর শুন্যতা পূরণের জন্য একজন সেন্ট্রাল ডিফেন্ডারের। সবাই হয়ত বলবেন ভিনগ্রহের ফুটবল খেলা বার্সার আবার খেলোয়াড় কেনার দরকার কি?আমি সে দলে নই। বার্সার ডিফেন্সিভ দৈন্য স্প্যানিশ লীগের চুনোপুটিদের সাথেও মাঝে মাঝে খুব প্রকট হয়ে উঠে।

(সেন্ট্রাল ডিফেন্সে ইয়াইয়া তোরের মত মেকশিফটদের খেলানোই এর বড় প্রমাণ)। তরুণ তুর্কীদের মধ্যে ক্যাসারেস দ্রুত উন্নতি করলেও আবিদা,মার্কেজ,পুয়োলদের দিন ফুরোল বলে। সেন্ট্রাল ডিফেন্সে পিকের একজন যোগ্য পার্টনার হতে পারে তাদের এবারের টার্গেট। আর ইতো যদি চলেই যান তবে ফোরলান হতে পারে যোগ্য বিকল্প। তবে এবার ট্রান্সফার মৌসুমে মার খেতে পারে এসি মিলান।

এমনিতেই দীর্ঘদিনের কান্ডারিকে হারিয়ে তারা পথহারা(এখন অবশ্য লিওনার্দো এসেছেন),তার ওপর ঘরের ছেলের সম্ভাব্য বিকল্প কে হতে পারে সেটাও একটা বড় চ্যালেঞ্জ। ওদিকে মরার ওপর খাড়ার ঘায়ের মত অ্যানচেলোত্তি যে পাতোর মত কারো দিকে হাত বাড়াবেননা,তাই বা কে বলতে পারে। বাদবাকি বড় ক্লাবগুলোর মধ্যে ইন্টার একটা বড় দাও মারতে পারে। তাই ডেকোর মত কাউকে ইন্টারে দেখলে আমি মোটেই অবাক হবনা। ওদিকে রিবেরিকে বায়ার্ন ধরে রাখতে পারবে বলে মনে হয়না।

আগুয়েরোকে নিয়ে দ্বিমুখী বা ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা থাকলেও অ্যাটলেটিকো এবার চ্যাম্পিয়ন্স লীগ খেলায় আরেকটি মৌসুম ভিসেন্তে ক্যালদেরনে তিনি কাটিয়ে দিতেই পারেন। পাঠক বুঝতেই পারছেন এসব এখনো নিছকই পূর্বানুমান। তবে মাঠে যখন লড়াই হচ্ছেইনা,তখন মাঠের বাইরে একটু রাজা উজির মারলে মন্দ কি,নাকি বলেন?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.