মানুষের জীবনের ঢের গল্প.......
আজ দারুন এই বৃষ্টিটাকেও শহুরে মনে হচ্ছিল। কিংস থেকে বের হয়ে গাড়ী হাকিয়ে গুলশান বনানী ব্রীজে দাড়িয়ে সব বন্ধুরা এক সাথে ভিজে ভিজে আড্ডা দিতে দিতে মনটা খারাপ হয়ে গেল......।
ইচ্ছে হচ্ছিল একটা লম্বা ছুটি পেতাম এই শহরের জীবন থেকে... ছুটি পেলে আমার গ্রামে গিয়ে বৃষ্টি ছুয়ে দিতাম। এখনের পিচ ঢালা রাস্তা না। ভেজা মাটির গন্ধ আছে আমার গা'য়ের বৃষ্টিতে....।
মন জুড়ায় এমন বৃষ্টির ছোঁয়া পাওয়া যায়। এখানের চেয়ে অনেক বেশি স্বচ্ছ আকাশ দেখা যায়.....দিনে রাতে।
দাড়িয়ে থাকতে থাকতে মন হল মা বলে ডাকি........... মা'কে বলি তার না গাওয়া গান গেতে.....। প্রান জু্ড়াই মায়ে চড়া গানে।
প্রিয় মা'গো তুমি ছাড়া বল আমায় কে আর বেশি জানে........।
আমার গা'য়ের বৃষ্টি ছাড়া কে আর বেশি টানে..........
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।