ব্যক্তিগত জীবনে আমি একজন "কম্পিউটার সিষ্টেম এডমিনিষ্ট্রটর", এর বাইরেও একটি জগত আছে যা আমি ক্রমন্ময়ে উপস্থাপন করব । আপনারা শুধু এইটুকু সুযোগ দিবেন আশা করছি। ধন্যবাদ ।
আমি যে ক্ষুধার জ্বালা অনুভব করছি
সে ক্ষুধা আমার ভাইয়ের
হৃত বিহবল চোখ দুটো আমাকে ঘিরে পাহারা দিচ্ছে
মর্মে মর্মে বিদ্ধ করছে আমার কঠিন দূর্বলতাকে
যেদিকে তাকাতে চেয়েছি দেখেছি শুধু
আকাশ ভরা দৃষ্টি নিয়ে জড় হয়ে থাকা মানুষের স্তুপ
আমাকে বিদ্রুপ বাণে বিদ্ধ করেছে বার বার
এই পৃথিবীর জীব বলে
আমার দৃষ্টি সিমা হয়ে উঠছে বড়ই নিষ্পলক
ক্রমে ক্রমে ক্ষয়ে যাচ্ছে একাদশীর চাঁদের মত
ম্রীয়মান র্নিলভ চোখ,
আর প্রসন্নতায় ভেঙ্গে পড়েছি
বাষ্প সাদৃশ্য উৎপাটিত বৃক্ষরে মত
দিক বিদিক হতে প্রস্ররিত হচ্ছে মর্ম বিদারী গর্জন
খাদ্য চাই, বস্ত চাই, চাই বেঁচে থাকার মত ঠিকানা
আর লোলুপ দৃষ্টি এড়ানো এক টুকরো ভিটামাটি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।