আমাদের কথা খুঁজে নিন

   

'আইলা' হইল আল্লাহ'র দান, তিনিই মেহেরবান

তোমার অস্তিত্বে সন্দিহান, তবু্ও সদাই তোমায় খুঁজি

ছোটবেলার কথা। একবার বৃষ্টি হইতাছিল না। বিশিষ্ট দ্বিনী প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদ ছাহেব বৃষ্টির লাইগা জাতীয় ঈদগাহে এস্তেস্কার নামাজ পড়লেন। নামাজের বরকতে বৈকাল বেলা আল্লাহ'র রহমত আইল। তয় বৃষ্টিনা, এক্কেবারে তুফান।

ফলশ্রুতিতে কয়েক হাজার বান্দা মারা পড়ল। তেমনি এইবারও আমরা বহুত আবেদন নিবেদন কইরা খোদার কাছে বৃষ্টি চাইছি। অনেকে এস্তেস্কার নামাজও পড়ছে। নামাজের বরকতে এইবারও আল্লাহর রহমত নাজিল হইছে। তয় আগের মতই এইবারও বৃষ্টির বদলে খোদা মহাশয় আইলা দিছেন।

খোদার রহমতে কত জনে যে মারা পড়ছে তার হিসাব হইতে আরো কয়েকদিন লাগব। এইগুলান সবই আল্লাহর রহমত। তিনিই মেহেরবান। তাই সবই খুশিমনে গ্রহণ করা উচিত।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।