দেহটা প্রবাসে,আর মন স্বদেশে।যেখানে আমার জন্ম,বেড়ে উঠা সর্বোপরি আমার মাতৃভূমি ওহে বাংলাদেশ,যতদিন বেঁচে থাকি যেন তোমাকে ভালবেসে যেতে পারি।প্রার্থনা করি বিধাতার কাছে তুই যেন তোর সন্তানদের আগলে রাখতে পারিস প্রতিবেশীর ষড়যন্ত্র থেকে।দীর্ঘজীবি হোক বাংলাদেশ
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্ন চাপে(আইলার আগাতে)নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপ সহ নিন্মাঅঞ্চল ৭/৮ ফুট পানির নিচে প্লাবিত হয়েছে।হায়রে অভাগা এই হাতিয়াবাসী এমন কোন বছর নাই যে,তারা ঘৃর্ণিঝড়, জ্বলোচ্ছাস বা বন্যার কবলে পড়ে নাই।আমি তখন ক্লাশ সিক্সে পড়ি ২৯শে এপ্রিল ১৯৯১ বাংলাদেশের ভয়াবহতম প্রলয়ংকরী ঘৃর্ণিঝড়ে কত লক্ষ মানুষ মারা গেছে এই হাতিয়াতে তার আসল তথ্য ক'জনে বা জানে।তার পর তো ১৯৯৮ এর বন্যা,গেল বছর সিডর,এই সব দ্বীপবাসীর জীবনের সাথে জড়িয়ে আছে।একটার পর একটা আঘাতে হয়ত একদিন এই দ্বীপ নিশ্ছিন্ন হয়ে পড়বে বাংলার মানচিত্র থেকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।