আমাদের কথা খুঁজে নিন

   

আইলা এবং

আমি কিছুই জানিনা আমি গাধা।

আজ প্রথম আলোয় আইলা নিয়ে আনিসুল হকের লেখাটি পড়ার সময় একটা জায়গায় এসে চোখের জল আর ধরে রাখতে পারিনি।তিনি লিখেছেন খাটিয়ায় শোয়ানো শিশুদের সারিবদ্ধ লাশ দেখে মনে হয় তারা দোলনায় শুয়ে আছে।জানিনা যে রাজনীতিকরা জনগনের জন্য জান কোরবানের কথা বলেন তারা এই ছবি দেখেছেন কিনা।সরকার বিরোধিদল কারো কর্মকাণ্ডেই এতবড় দূর্যোগের কোন প্রভাব আমরা দেখিনি।তারা কেউ ব্যাস্ত মাখন মাখানো মসনদের স্বাধে কেউ মসনদের স্বপ্নে।শুধূ উপকূলের মানুষগুলো ভেসে যাচ্ছে লাশ হয়ে।তারা হয়তো ভাবেন ভাসুক না একটা সময় কূল পাবেই,শুধূ ভাবেননা কূল পেয়ে লাশগুলো একদিন জেগে উঠবেই।যারা দেশের মানুষেকে শুধূ রাজনৈতিক ব্যাবসার র্পূঁজি মনেকরেন তখন তাদের জবাবদিহী করতেই হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।