একজন ইউনুস খান বেঁচে থাকতে চান গণ মানুষের মৌলিক চাহিদা পূরণের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যেগ গ্রহণের মাঝে।
নাসিরউদ্দিন আহমেদ পিন্টু। তাকে আজকে বিকেল ৫টা ০৮ মিনিটের দিকে হাইকোর্ট মাজারের ফটকের সামনে থেকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।
পিন্টু মঙ্গলবার বিকেল ৩টায় বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি আজিজুল হকের হাইকোর্ট বেঞ্চে একটি রিটের শুনানি উপলক্ষে হাজির হন। পিলখানার ঘটনার তদন্ত প্রতিবেদনে তার নাম আসায় গ্রেপ্তার ও হয়রানি না করার নির্দেশ চেয়ে তিনি এই রিট আবেদন করেছিলেন।
বিকেল ৪টা ৫ মিনিটে ওই বেঞ্চে রিটটির ওপর শুনানি অনুষ্ঠিত হয়। আদালত কোনো আদেশ দিতে না চাইলে পিন্টুর আইনজীবী খন্দকার মাহাবুব হোসেন রিটটি ওই আদালত থেকে ফেরত নিয়ে আসেন।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক জানান, বিডিআর বিদ্রোহের ঘটনার সময় বিদ্রোহী বিডিআর সদস্যদের পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগে পিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। মহানগর পুলিশের গোয়েন্দা শাখা তাকে গ্রেপ্তার করেছে। তাকে মহানগর ডিবি সদরদপ্তরে রাখা হয়েছে।
পিন্টু ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন রান্না ঘরে
পিন্টু ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন রান্না ঘরে
পিন্টু ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন রান্না ঘরে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।