বলিউডে 'রাম গোপাল ভার্মা' মুগ্ধতা আমার অনেক দিনের।
আমার পরিচিত এক ছোট ভাই আছে। নাম, রাসেল। আলমগীর রাসেল। আমরা প্রায়ই পরিকল্পনা করি একটা ফিল্ম বানাবো।
কিছু না পারলেও ভাবতে ভাবতে একটা স্ক্রিপ্টও করা হয়ে গেছে।
নাম...।
থাক পরে বলবো। করতে পারলে নাম জানাবো।
তো আমরা প্রায়শই ফিল্ম নিয়ে উচ্চতর ডিগ্রীর কথা ভাবি।
ডিগ্রী মানে, মুম্বাই যাবো। আর, যে করেই হোক মিনিমাম রামু'র ( রাম গোপাল ভার্মার) লাইটম্যান হতে হবে। সেটাই আমাদের সবচেয়ে বড় আরাধ্য বিষয়। রামুকে আরেকটা জিনিসের জন্য ভালো লাগে, তার কাহিনী। তার অলমোষ্ট সবকিছুই মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ড নিয়ে।
যারা তার ছবিগুলো সম্পর্কে ধারণা রাখেন তারা জানেন এটা। আর সেখানে কোনো না কোনোভাবে ঢুকে যায় একজন 'ডি'। 'ডি' মানে দাউদ ইব্রাহীম।
আমাদের যাওয়ার আদৌও কোনো চান্স না থাকার পরও আলমগীর রাসেল প্রায়ই ভয় পাওয়া সুরে বলে উঠে, ভাই সেখানে তো আন্ডার ওয়ার্ল্ডের একটা ঝামেলা থাকবে। আর আমরা মনে করেন যদি ষ্টার হইয়া যাই...তাহলে তো আরেক ঝামেলা।
আমাদের যাওয়ার আদৌও কোনো চান্স নাই তারপরও আমি চিন্তায় পড়ে যাই, আসলেই সমস্যা। আটানব্বইতে গুলশান কুমাররে যেভাবে মারল।
হিট হয়ে গেলে তাকে তো বখরা দিয়ে চলতে হবে। কারন কে কি করছে সবকিছুই কেমন করে যেন 'ডি' জেনে যান।
আমরা দুজনেই চিন্তায় পড়ে যাই।
মহা সমস্যা।
'ডি'য়ের যে সার্কেল!
কদিন ধরে আমাদের মনটা ভালো। 'ডি' এর লোকজন ধরা পড়ছে। দাউদ মার্চেন্ট-এর মতো ভয়ংকর সহযোগীও ধরা পড়ে গেছে।
এখন অপেক্ষার পালা।
দাউদ মার্চেন্ট এর পর একটু ছোটা সাকিলও ধরা খেলে একটু স্বস্তি পাওয়া যেতো।
ওই ব্যাটাও আতঙ্ক হিসেবে অলরেডি সিনেমার স্ক্রিপ্টে ঢুকে গেছে।
পুনশ্চ: তবে একটা বিষয়ে সামান্য আতঙ্ক রয়ে গেছে 'ডি'-এর লোকজন এই দেশে কেন? তারা কী আমাদের বলিউড এন্ট্রির আগেই বখরা নিতে এসেছিল নাকি?
অস্বাভাবিক না, কারন সবকিছুই 'ডি' জেনে যান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।