আমাদের কথা খুঁজে নিন

   

ফুটবল এর লু ল ভার্সন । উৎসর্গ-ব্লগের সব লুলু পাবলিক দের

red dead redemption

কিছু দিন আগে হয়ে গেলও এই মৌসুমের el clasico এর দ্বিতীয় ম্যাচ । গুরুতর কারণ বশত ওই ম্যাচ আমার লাইভ দেহা হয় নাই । তাই টরেন্ট থাইকা ডাউনলোড করলাম পুরা 700 মে গা র ফুল ম্যাচ । তো খেলা দেকতে বসলাম। ধারাভাষ্যকার Spanish ভাষায় ধারাভাষ্য দিতেছে ।

মেজাজ টাই বিলা হইয়া গেলো । যাই হোক 14 মিনিটে রিয়েল প্রথম গোল দিলও । গোল হওয়ার পর ধারাভাষ্যকার ‘গোল’ এর পরিবর্তে যে ই শব্দে চিল্লা চিল্লি আরম্ভ করলো তা শুইনা আমার মনে হৈলো আমার কানে পরোবলেম হৈসে । কানে দুই থাপ্পর দিয়া দেহি নাহ কান তো ঠিকই আছে । প্রথমে হতভম্ভ হৈয়া বৈসা থাকলাম পরে শুরু হৈলো হাসি ।

ম্যাচ এর প্রতিটা গোলের পর ঐ শব্দে চিল্লা চিল্লী শুরু হৈয়া যায় । আমার হাসতে হাসতে পেট ব্যাথা হৈয়া গ্যাছে । প্রতিটা গোলের পর ধারাভাষ্যকার চিল্লানি দেয় ‘ লুল লুল লু উ উ উ উ উ উ উ উ ল ’ । বিশ্বাস না হৈলে নিচের ভিডিও দেহেন ভাগ্য ভালো আর গোল দেয় নাই, নাইলে আমি তো হাসতে হাসতে মইরা যাইতাম। ধারাভাষ্যকার মনে হোয় সব লুলু পাবলিক রে স্মরণ কৈরা তাহার ওই অমৃত বানী উচ্চারন কোরতেসিলেন ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.