আমিতো দেখিনা হায়, বন্ধচোখে অন্ধচোখে
যেন খাঁচায় আটকে থাকা কোন বন্দীর জীবন
তিলেতিলে ক্ষয়েক্ষয়ে বেঁচে থাকা আমরণ-
দেহে আমার শেকলের অলঙ্কার
নুয়ে পড়ছি ভারসাম্যহীনতায়,
আমার দৃষ্টিতে সীমাবদ্ধতা দিলে
কিছুই যে দেখিনা আর।
কতশত যুগ আমায় আটকে রেখেছ
বলো এই গ্রহ কারাগারে
যেখানে আলো-বায়ু-জল সবই আছে
নেই শুধু শান্তি আমার আত্মার ভেতরে,
সাগর সাগর জল খাই বরফের চাঁই খাই
তবুও আজন্ম তেষ্টা আমার
জনেজনে ভালোবাসা যায় ছড়ায়ে
তবুও মন ভরেনা আমার।
আমার দু'চোখ জিভে অমৃত দিও
আর পাকস্থলি হৃদপিন্ড কেটে নিও
ভালোবাসা দিওনা একটুও আর,
শুধু স্থির আত্মার ভেতরে ভরে দিও একদিন
শূন্যতা কিছু, যেন বাতাসে বাতাসে ছোটে
মহাকাল মহাশূন্যের পিছুপিছু।।
......................................
..................বাকী অরিন্দম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।