আমাদের কথা খুঁজে নিন

   

কাশফুলের আবরণে

পথে নেমেছি; পথই আমায় পথ দেখাবে।

কাশফুলের আবরণে মো. আবুল হোসেন পৃথিবীর পথে চলন্ত পথিক মাটির ঘরদোর ছেড়ে উদাসীন প্রপন্ন উঁচু উঁচু দালানে, ক'জন তরুণীর নিত্য দৌড়-ঝাপ, ঘাসফুল পড়ন্ত বিকেল, আবছায়া, তরুণীর উড়না ঘাসফুল রাঙ্গা কপোল প্রগাঢ় চুম্বনে অন্ধকার নামে, চাঁদ সাদা মেঘের আড়ালে লুকায় লজ্জা। নিত্য বিভ্রমে পথিক, হাল-ভাঙ্গা-তরী কাশবন, বালুচর, ঝলমল রাঙ্গা-সূর্য হেলে নড়বড়ে খুঁটিতে; অনন্ত-স্বপ্ন চলে যায় অসীমের পথে নির্দিষ্ট ঠিকানায় কাশফুলের আবরণে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।