আমাদের কথা খুঁজে নিন

   

কাশফুলের ফোন

হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।

গত 3 / 4 দিন ধরে খুব ব্যস্ততার মধ্যে আছি। অফিস থেকে বাসায় যেতেও রাত হয়ে যায়। মাথা ঝিমঝিম করা নিয়ে বাসে উঠলাম।

হাবিবের "ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে" গানটা ছাড়লাম, চারিদিকে হাউকাউ, ঘ্যারঘ্যার শব্দে সুন্দর গানটাও কেমন যেন অসহ্য মনে হলো। গান বন্ধ করে অন্য দিকে মন দিলাম। মোবাইল নেওয়ার পর মাত্র 01 বার কাশফুল'এর কাছে এস.এম.এস দিয়েছিলাম, এখন আবার লিখা শুরু করলাম। এক বাটন প্রেস করে করে কয়েকটা বর্ন লিখে লিখে এস.এম.এস লিখা বড়ই যন্ত্রনা ! বহুকষ্টে এস.এম.এস পাঠিয়ে রিল্পাইয়ের অপোয় বসে রইলাম। রিপ্লাই আর আসে না, মোবাইল বেজে উঠলো, অচেনা বাংলা লিংক নম্বর, অচেনা কন্ঠ, কিন্তু চেনা ভাবসাব !! 2/3 বার নাম শোনার পর চিনতে পারলাম কাশফুল'কে।

আসল নাম না বলে [গাঢ়] কাশফুল [/গাঢ়] বললে চিনতে এতো অসুবিধা হইতো না। আরে তুমি ...কি খবর ? আমি তো কল্পনাই করিনি তুমি ফোন করবা !! এখন কোথায় ?? ...... আমি বাসে .... বাসায় যাচ্ছি .... চিল্লাচিলি্লতে তো তোমার কথা ঠিক মতো শুনছি না ! প্রায় 6/7 মিনিট কথা হলো কাশফুলের সাথে। একে একে ব্লগের অনেক ভাচর্ুয়াল চরিত্রের সাথে কথা হচ্ছে। এটা আমার জন্য বিশাল প্রাপ্তি। সুখময় স্মৃতি ঃ 13 আগষ্ট 2006ইং, রবিবার।

সময় ঃ রাত 8টা প্রায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।