We have a best in our self and I have unlashed mine. YEAH, I FEEL COOL!!!
প্রথমেই বলছি আজ প্রায় ৮ বছর হতে চলছে আমি কাজ করিনা, কাজ করতে পারিনা। এখন আসল বিষয়ে আসি, আমি লেখালেখি করি যা অনেকেই জানেন। চাইলেও সবসময় লেখা যায়না। সা ইনে আমি অনেক আগে একবার এসেছিলাম, কথা কাটাকাটি দেখে ভয়ে রেজ করিনি অবশেষে করলাম। প্রথম যেদিন প্রথম পাতায় আমার আসল নাম থেকে লেখা দিয়েছিলাম সে দিনই আমাকে ব্যক্তি আক্রমন করা হয়েছিলি।
আমিতো ডরপোক না যে আলাই আর বালাইয়ে ধামকি দিলেই ভে করে কেঁদে ফেলব। যাক আমি হইলাম একলা একশ, তাদের সাথে আমিও মন খুলে মন্তব্য বিনিময় করছিলাম, হঠাত বিলাই একটায় বকা দিয়ে দিলে মন খুব খারাপ হয়েছিল এই ভেবে যে লেখকরাতো ছোট মনা নয় তাইলে? পরে বুঝলাম ওরা লেখক নয়, বেকদারি। যাক তারপর নিজে নাম রাখালম পলাশমিঞা (বায় দা ওয়ে এখনো আকিকা করিনি দেশে আসলে এক মুরগি দিয়ে আকিকা করে সবাইকে দাওয়াত দেব) যাক আমি ছোট কালে লন্ডন চলে এসেছি, যদিও লেখা পড়ায় এক্কেবারে দেড়েশ তবুও আমি বাংলায় মনের কথা লেখতে খুব ভালোবাসি। আমি সবসময়ই আশ্চর্যে ভরপুর তাই সবসময় আমার সাথে টক্কর লাগে আমিও ছাইড়া দেইনা। যাক গত কাল এক ব্লগবন্ধু বলল তাকে নাকি কে বলেছে আমি গায়ে পড়ে কথা বলে সবাইকে বিরক্ত করি।
এখন কথা হল, ব্লগে যখন আমরা লেখা দেই তখন সবাই চাই আমার লেখায় সবাই মন্তব্য করুক। তারপর ধীরে ধীরে আমরা আপন হই। আর আমি সবাইকে সহজে আপন ভাবি এটা আমার জন্মগত দোষ। আমি কে এবং কি, ব্লগের কেউ জানেনা, জানার কারণও নেই কারণ আমাকে ওরা কখনো দেখেনি। আর বেশি লেখতে চাইনা সবাই বিরক্ত হয়ে যাবেন, অজান্তে কাউকে বিরক্ত করে থাকলে ক্ষমা চাইছি আর হয়তো কারু পোস্টে মন্তব্য করবনা এবং মেসেঞ্জারেও নক করবনা।
শুভ ব্লগিং
ছবি নেট থেকে নামাছিলাম
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।