আমাদের কথা খুঁজে নিন

   

চত্বর

যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে ফাঁসির দাবি নিয়ে প্রজন্ম চত্বর বানিয়েছি, প্লিজ অশ্লীল রাজনীতি করো না, তোমরা পলিটিশিয়ান,লেজুড়বৃত্তির পলিটিশিয়ান, ক্ষমতায় আসলে টেন্ডার পাবে, হাওয়া লাগিয়ে কমিশন খাবে, খাও,এখন ওরা খায়, নদীর ওপর বাধ ফেলে; তাও এখানে রাজনীতি লাগায়েও না । ফাঁসির দাবি,ফাঁসির মঞ্চ,লাশ কাটা ঘরও প্রস্তুত; বরং তুমিও আসো,আরো একবার পিতৃ পুরুষ,পূর্ব পুরুষ,৭১র দায় মুক্তির আহবানে ;প্লিজ রাজনীতি লাগিও না। আকাশে একবার চেয়ে দেখো কী সুন্দর শকুনেরা উড়ছে, রাজাকারদের দেহ ছিন্ন ভিন্ন করে সমুদ্রে ভাসিয়ে দিবে,তাও মাটিতে ফেলবে না। প্লিজ রাজনীতি লাগিও না এমন জনস্রোতে। লাকি আজ ক্লান্ত শ্লোগানে মুখর শাহবাগে, কেউ কেউ ভাবছে জোয়ান অব আর্ক আসছে কেউ ভাবছে অন্য কেউ। বুভুক্ষু হয়ে আছে বাংলা দেশদ্রোহের ছিন্ন ভিন্ন দেহ আসবে এখন এই চত্বরে। তারপর? ৪২ টা বছরের ঘৃণা জমবে নরপিশাচদের কপালে..................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।