কারবারীর ঘুম হয় না । । সমস্যা কি । । তোমাদের হৃদয় বিকশিত কর আলোকের ঝর্ণা ধারায়। হে তরুণ, হে নবীন তপস্বিনী মুখরিত জীবন তোমার সব আলো শুষে নিয়ে বিলিয়ে দিও প্রাণ, তোমরাই বাংলার জীবনের জয়গান। যে প্রদীপ নিভে গিয়েছিল তা জ্বলেছে সে আলোয় ফিরে পেয়েছে মানুষ তার সদা জাগ্রত সও্বা। তুমি মৃত নও, যদি জীবিত হও তবে প্রতিবাদী হও। তোমার গজর্ণে জেগে উঠুক অযুত নিযুত লক্ষ কোটির দীপ্ত শপথ, আর নয় শাসন, আর নয় শোষণ আর নয় অপমানের নীরব রক্তক্ষরণ, জেগে আছি, তুমি আমি আমাদের নতুন বাংলাদেশ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।