এক দাবি নিয়ে সবাই এক হয়েছি… গন্তব্য..প্রজন্ম শাহবাগ চত্বর… এক আগুন ছড়িয়ে দিতেই এসেছি … বুকে কোনো নেই ভয় ডর…. চেতনায় মুক্তিযুদ্ধ বুকে নিয়ে এসেছি… দিতে হবে অধিকার…. দিন এসেছে…. করতে হবে এবার… যুদ্ধাপরাধীদের বিচার……….।। দেখেছে যারা যুদ্ধের বিভৎসতা… ছিলো কি ভয়ঙ্কর…. মৃত্যুর যন্ত্রণা নিয়ে বাঁচার লড়াই… ভাবতেই শিয়রে ওঠে অন্তর….। যারা দেখেনি আজ দেখবে তারা… এ সময় আসবেনা তো বারবার… করতেই হবে ঐ ঘৃন্য অপরাধীদের…. করতেই হবে এবার বিচার….।। নতুন প্রজন্ম এবার শপথ নিয়েছে…. এক দাবি নিয়ে নেমেছে পথে… ঘরে ফিরবো সেই দিন আমরা সবাই… জনসমুদ্র বইছে দেখো একি স্রোতে….। “জয় বাংলা’ স্লোগানে মুখরিত রাজপথ… একাত্তর এসেছে আবার …. দিন এসেছে…. করতে হবে এবার… যুদ্ধাপরাধীদের বিচার……….।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।