প্রতিবাদ হবে শ্লোগানে মুখর,
প্রাণের মিছিলে উন্মাতাল,
নিপীড়িত আমার দেশে
গড়বো নতুন মহাকাল। ।
একাত্তরের অর্জন কত,
জমা আছে কত ঋণ,
প্রজন্ম চত্বরে
পাহারায় আছি রাত্রিদিন। ।
বাংলাদেশের মানুষ কেবল
আপোষবন্দী নয়,
সতর্ক চোখ নজর রাখে,
কোথায় ফন্দি হয়।
।
রাজনীতি চোর তোমরা হয়তো
দ্বিধা দ্বন্ধে থাকো,
আমাদের এতো শ্লোগান নিয়েও
নীল নকশা আঁকো। ।
প্রজন্ম চত্বর
সব প্রজন্ম একাকার,
গুড়িয়ে দেবো দুরভিসন্ধি,
মরবে সব রাজাকার। ।
- রামপুরা, ১১/০২/২০১৩ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।