জীবন যেখানে থমকে দাঁড়ায় কবিতারা সেখানে উপছে পড়ে বাঁধ ভাঙা জোয়ারে....
’বাবা জানোয়ার কাকে বলে?
খুব কচি বয়সে যখন সবে মাত্র
দেখে দেখে উচ্চারন করা শিখেছিলাম।
তখনই একদিন মুক্তিযুদ্ধ ও
মানুষের গল্প পড়তে পড়তে
প্রশ্নটা করেছিলাম বাবাকে।
বর্ণের পাশে বর্ণ মিলিয়ে কষ্টে উচ্চারিত
শব্দগুলো সেতারের ছেড়া তারে
আছড়ে পড়ে বাবার কানে বাজছিল হয়তবা।
চমকে উঠলেন বাবা-
একটু মৃদৃ হেসে অনেকটা পান্ডিত্যের সাথে
বললেন- জানোয়ার বলে বন্য হিংস্র শ্বাপদগুলাকে’।
‘বাবা তাহলে যুদ্ধটা কাদের সাথে হলো?
কচি বয়সে দ্বিতীয় প্রশ্নের জবাবে পেলাম- মানুষ!
ভীষণ দ্বিধাগ্রস্থ হয়ে নিজের বিপক্ষে দাড়ালাম
মানুষ কি জানোয়ার হয়?
তারপর বহু বছর কেটে গেছে
স্বৈরশাষকের জগদ্দল পাথর সরিয়ে
গণতন্ত্রের উত্তরীয় গায়ে দেশ এগিয়ে যাচ্ছে
তখন বুঝতে পারি- মানুষ ও জানোয়ারে
কতটুকু পার্থক্য হয় বা হতে পারে?
পৈতা- উত্তরীয়, দাড়ি-টুপি আর ক্রুসবিদ্ধ
যিশুর প্রতীক ঝুলালেই
জানোয়ার কখনো মানুষ হয়না
আগেও যেমন হয়নি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।