আমাদের কথা খুঁজে নিন

   

জানোয়ারের পায়ের নিচে বসবাসের দিন একদিন শেষ হইবে!



আমাগোর আর কিছুই নাই। যারা একদিন আমাগোর মা-বোনগোরে ধর্ষন করছিলো ; ধর্ষক জানোয়ারের হাতে তুইলা দিছিলো; তার ই এখন সমস্ত অঞ্চলে প্রধান সাইজা বইছে। আর আমাগোর যারা একাত্তরে ভাঙা রাইফেল একরত্তি জীবন নিয়া দেশটা স্বাধীন করছিলো তারা বড় অপ্রয়োজনীয়। বড় বেকার। তাগোর লইয়া রসাই রসাই মানবিক গল্প সাহিত্য রচনা করছে বগুত বাঙালি।

সাহিত্য পাতায় তাগোর লইয়া সাহিত্যের ছড়াছড়ি! এমুন একটা পঁচা দ্যাশ আমাগোর; যেইখানে হত্যাকারীর বিচার চাইতে হয়; চাইয়া চাইয়া ক্লান্ত হইয়া পড়তে হয়। কিন্তু বিচার মেলে না। স্তম্ভলেখকেরা কয়দিন বগুত চাপাবাজি সারিলেন কিন্তু ফল মিলিল না। ত্রিশলক্ষ মানুষ হত্যা করার দায় কাঁধে ঝুইলা রইলো প্রতিটি বাঙালির কাঁধে। আমরা হত্যাকরীদের বিচার করতে পারি নাই; হয়ত পারুম ও না কোনোদিন।

খালি বাকোয়াজ। পন্ডিতেরা বেহুদা কালি খরচ করতাছে। পাঠক হয়তো মানতে পারবেন না; একদিন আমরা যারা সাধারন বাঙালি কৃষক শ্রমিক; আমাগোর একদিন অপরাধী করা হইবো। দ্যাশ থেকে উৎখাত করা হইবো। দেশে থাকবো খালি শুয়োপোকারা।

চাপাতি বাহকেরা। আমিরেরা । সেদিন আর জানোয়ারের পায়ের নীচে বসবাস করতে হইবো না আমাদের। সবাই মিলে কোথাও অন্য কোথাও গিয়া আত্নহত্যা করলেই চলবে!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.