আমাদের কথা খুঁজে নিন

   

জানোয়ারের বাচ্চারা ক্ষমাও চায়!

যা তুমি আগামিকাল করতে পার, তা কখনো আজ করতে গিয়ে ভজঘট পাকাবে না...

খবরটা পেলাম বিডিনিউজের সাইটে। পঞ্চগড়ের সীমান্তবর্তী বাংলাদেশী গ্রামে ঢুকে ৩ গ্রামবাসীকে হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছে বিএসএফ। পঞ্চগড় থেকে সাইফুল আলম বাবু জানান, সোমবার দুপুরে ময়নাগুড়ি গ্রামে সীমান্তের জিরো লাইনে বিডিআর ও বিএসএফের সেক্টর পর্যায়ের পতাকা বৈঠকে ক্ষমাপ্রার্থনা করে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফ। যে পরিবারগুলোর আপনজন বিনা অপরাধে মারা গেল, তাদের কি আসবে যাবে এ ক্ষমা প্রার্থনায়। রাজনীতির মারপ্যাচ কম কুঝি।

আন্তর্জাতিক পেজগি যতোটা বুঝা সম্ভব, আমরা আম পাবলিক খরব পাই তারচেয়ে অনেক কম। আমার ব্যক্তিগতভাবে ইচ্ছা করতেছে বি এসএফ-এর টপ কমান্ডারকে চাবুক পেটা করি। মধ্যবিকত্ত পরিবারে বড় হয়েছি, সরকারি চাকুরিজীবি বাবা সবসময় শিখিয়েছেন কাউকে গাল দিতে নেই। কিন্তু নিজেকে সামলাতে পারছি না। সব শুওরের বাচ্চাকে ফায়ারিং স্কোয়াডে দাঁড় করাতে পারলে মন কিছুটা শান্ত হতো।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.