আমাদের কথা খুঁজে নিন

   

নিরিহ নিরপরাধ জোয়ানদের হয়রানী করা না হোক



কোন একটি ঘটনা ঘটলে তার সাথে কয়েকটা বিষয় স্বাভাবিক ভাবেই জড়িয়ে পড়ে। যখন কোন ঘটনা ঘটে তখন যারা ঘটনাটা ঘটান তাদের পক্ষ বিপক্ষ দুইটা আবস্থান সৃষ্টি হয়। কেউ আবার নিরপেক্ষ/মন্তব্য হীন আবস্থানে অবস্থান নেন। এবার আসা যাক বি ডি আর এর ঘটনায- বি ডি আর এর কতক জোয়ান যা করেছে তার ধিক্কার দেয়ার ভাষা আমাদের কেন বিশ্ববাসীরও নেই। যারা হন্তা তাদের যথার্থ সর্ব্বোচ্ছ বিচার আমাদের সবার কাম্য।

কিন্তু যেভাবে গণহারে বিডিআর জোয়ানদের গ্রেপ্তার, রিমান্ড এবং নির্যাতন করা হচ্ছে তাতে মনে হচ্ছে বি ডি আর এবং আর্মিদের মাঝে চির বৈরী অবস্থান আরো সুসংহত করা হচ্ছে। আর্মিদের সাথে এদেশের জনগনের সম্পর্ক ছিল নাড়ীর সাথে মাটির টানের মত। ২৫ ফেব্রুয়ারীর ঘটনায় একটি মেসেজ আমরা দেখতে পেয়েছিলাম যে আমাদের সেনাবাহিনীর সাথে জনগনের বিরাজমান সুসম্পর্ক কেমনতর মলিন হয়ে গিয়েছিল। যদি সেনা অফিসারদেরকে হত্যার মত ঘটনা না ঘটে শুধু জিম্মি পর্যন্ত সীমাবদ্ধ থাকতো তাহলে আপামোর জনগনের সহানুভূতি বিডিআর এর অনুকূলে থাকতো। এটা থেকে প্রতীয়মান হয় আর্মির গণবিচ্ছিন্নতা।

কিন্তু কেন??? কারা এর জন্য দায়ী তাদের চিহ্ণিত করতে হবে । এই চিহ্নিত করনের ক্ষেত্রে কারা বাধা হয়ে আছে সেটাও খুঁজে বের করতে হবে। এবার ফিরা যাক ভূমিকা প্রসঙ্গে, সব জোয়ান কি কিলিং মিশনে জড়িত? অথবা সেনা অফিসার হন্তাদের সহযোগী? অথবা সক্রিয়ভাবে বিদ্রোহী কর্মকান্ডে জড়িত? নাকি অধিকাংশই পরিস্থিতির শিকার? আমরা আশা করি তদন্তে এগুলো বের হয়ে আসবে। নিরিহ বিডিআর যারা কেবল পরিস্থিতির শিকার তাদের ব্যাপারে গ্রহণযোগ্য এবং কার্যকর সিদ্ধান্ত হবে বলে আমাদের বিশ্বাস।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.