আমাদের কথা খুঁজে নিন

   

নির্দিষ্ট কোন প্রমান না পাওয়া সর্তেও অসহায় এবং নিরিহ দুই ব্যাক্তিকে ফাসিয়ে দিল সরকার!!

সবি ফাজলামি!!! সাগর-রুনির হত্যাকান্ডের এতোদিন তদন্ত করার পর যখন কাউকে ধরবার পারলোনা তখন নিরিহ দুই জনরে ধইরা আসামি বানাইলো সরকার .....!!! দফায় দফায় তদন্ত করার পরও যখন আসামী ধরতে ব্যার্থ হল সরকার, তখন নির্দিষ্ট কোন প্রমান না পাওয়া সর্তেও অসহায় এবং নিরিহ দুই ব্যাক্তিকে ফাসিয়ে দিল!! দুই বার দুই দল তদন্ত করার পরও দারোয়ানের জরিত থাকার তেমন কোন প্রমান পাওয়ার কথা কখনই শনতে পাইনাই! আর ফেসবুক এর আজাইরা একজন ব্যক্তিকেও জরিত করে জীবনটা একেবারেই ল্যাটাপ্যাটা কইরাদিল!! সাংবাদিকদসহ অনেক সংস্থা থেকে চাপ আসার কারনে এবং সরকার নিজের সফলতার পরিচয় দিতে গিয়ে এমন একটা অমানবিক কাজ করতে বাধ্য হয়েছে বলে আমার বিশ্বাস!! স্বরাষ্ট মন্তী নিজের মাথা খাটাইয়া খুব একটা খারাপ বুদ্ধি বাইর করছেন বইলা মনে হয়না! এতে তার অবশ্যই হয়তোবা সুনাম ফুটবে!!! কিন্তু আমরা চাই প্রমানসহ সাংবাদিক সাগর-রুনির আসল হত্যাকারীকে! যদি সরকার তা না পারে তাহলে সবার সামনে মাথা নত করে বলেদিক দুনিয়ার মানুষের নিরাপত্তা দিতে তারা ব্যার্থ, তাই নিজের নিরাপত্তা নিজেকেই নিতে হবে এবং নিজের পকেটে রাখতে হবে একটা বন্দুক অথবা চাকু!!! ভাবতেই অবাক লাগে!! নিজের বাসায় থেকেও যদি নিজেকে নিরাপদ না ভাবতে পারি তাহলে এইটা কোন ধরনের স্বাধীন দেশ??? আজব কাজকারবার সব...দুনিয়ারর সব মানুষ কি এতই গাধা নাকি? ওরা যেভাবে যা বুঝাইবে আমরা সেই ভাবেই গাধার মত তাদের কথাকে সাপর্ট করবো ? খবর দেখে এবং নিজের সামান্য জ্ঞন থেকে লিখলাম! আপনাদের সবার মত তেমন জ্ঞানী নই তাই কিছু ভুল করলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন.... আসা করছি আপনাদের আনেক জ্ঞন থেকে একটু জ্ঞান প্রয়োগ করে মন্তব্য প্রকাশ করবেন.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.