আমাদের কথা খুঁজে নিন

   

"টিপাইমুখ বাধ প্রসংগে: চাই সংগ্রামের আন্ত:সংযোগ" সহমত এবং..


চমৎকার একটি বিশ্লেষনী লেখার জন্য ধন্যবাদ লেখক দিনমজুরকে। এমন একটা ক্ষতিকর বিষয়কে যদি কেউ সফলভাবে প্রতিরোধ করতে চায় তবে কিছু বিষয় আগেই ফায়সালা করে নেওয়া ভালো। ১। বাঁধ সংক্রান্ত বিস্তারিত তথ্য, পক্ষে বিপক্ষে আরো ব্যাপক আলোচনা হওয়া দরকার। আমি জানিনা এর পক্ষে ভালো কোন যুক্তি আছে কিনা তবে যদি থাকে তবে সেগুলো ও সামনে আসা ও পর্যলোচনা করা দরকার।

২। সব বিচার বিবেচনা করার পর এর বিপক্ষে যদি দাড়াতেই হয় তবে যেন শুধু নিস্ফল প্রতিবাদের মধ্যেই আরেকটা ফারাক্কার জন্ম না হয়। রুখে দাড়ালে এই বাধকে ঠেকিয়ে দিতে হবে। কোনভাবেই ব্যর্থ হওয়া যাবে না। ৩।

প্রতিরোধ করার জন্য আগেই কৌশল ঠিক করে নিয়ে আগাতে হবে যে কোন বিষয়কে সামনে নিয়ে আমরা প্রতিবাদ করবো। ৪। দলীয়, ধর্মীয়, জাতীয় সহ সব সংকির্ণতার উর্ধ্বে উঠে তারপর ভারতীয় স্থানীয়দের ও সেখানকার সহ সমগ্র বিশ্বে পরিবেশবাদীদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আমাদের। ৫। যারা এই ইস্যুকে ব্যাবহার করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায় তাদেরকে চিন্হিত করে তাদের দুরে রাখতে হবে।

এমন কিছু গোষ্ঠী হল বিচারের সম্মুখিন যুদ্ধপরাধীরা, ধর্মীয় জংগী, চরমপন্থি অথবা যারা এই ইস্যুকে সামনে এনে ক্ষমতায় যেতে চাইবে। কারন এদের স্বার্থ যেহেতু অন্য তাই তারা একে ইস্যু বানিয়ে জনগনকে ব্যাবহার করবে শুধুমাত্র। তারপর সময় মত নিজেদের স্বার্থ হাসিল করে আন্দোলনের পিঠে ছুরি মেরে সটকে পড়বে। বেশীরভাগ ক্ষেত্রেই এমন হয় অতএব সাধু প্রথম থেকেই সাবধান। ( এই ব্লগেও এমন অনেক নিক আছে) ৬।

বিভিন্ন সেক্টরে যেমন মিডিয়া, আন্তর্জাতিক কমিউনিটি, জাতিসংঘ, ইন্টারনেট সব জাগাতে একে একযোগে প্রতিবাদের ঝড় উঠাতে হবে। সফলতার জন্য প্রযোজনীয় সকল মাধ্যমই ব্যবহার করতে হবে। প্রয়োজনে রক্ত দিতেও প্রস্তুত থাকতে হবে। ৭। সরকারকে বুঝিয়ে দিতে হবে যে এই বিষয়ে যদি তারা জনগনের স্বার্থে সাথে একমত না হয় তবে তারা ক্ষমতায় থাকতে পারবে না।

যতই ভারতীয় সরকার বা বিশাল ক্ষমতাবান পুজি এই বাধের পিছনে থাকুক আর বাংলাদেশের সরকার দালালী করুক এই অন্চলের (সীমান্তের উভয়দিকের) জনগন যদি ঐক্যবদ্ধভাবে রুখে দাড়ায় তবে কোনদিনই এই বাধ হবেনা বলেই আমার বিশ্বাস। কারন প্রকৃতির বিকৃতির বিরুদ্ধে যারা আন্তরিকভাবে কাজ করবে মহাপরাক্রমশালী মাদার নেচার তাদের সাহায্য করবে
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.