আমাদের কথা খুঁজে নিন

   

জাপানীজ কনসার্ট -- প্রথম পর্ব (উৎসর্গ: সব গানপাগলাদের)

যার ঘড়ি সে তৈয়ার করে, ঘড়ির ভিতর লুকাইছে

নানা ধরনের গানে সমৃদ্ধ জাপানের মিউজিক ইন্ডাস্ট্রি। ওয়েস্টার্ণ হার্ডরক, রক, পপ, হিপহপ, কোরাস থেকে শুরু করে জাপানের নিজস্ব ধারার ফোক গান, দ্বীপগান, ব্যালাড ("এনকা" বলা হয়) -- কোনটা যে কখন টপ চার্টে আসে বলা মুশকিল। সেগুলোরই একটি মশলাদার আয়োজন, শুধুই গানপ্রেমীদের আনন্দ দানের জন্য -- ইউটিউবে জাপানী গান শোনার আয়োজন। আজকের আয়োজন "অদ্ভুত ঐশ্বরীয় শক্তির স্ফুরণ" ঘটায় এমন সব গান নিয়ে। আর ভূমিকা না দিয়ে আসুন শোনা যাক কিভাবে গান শক্তির বিকিরণ করতে পারে! ১।

হিমেকামির গান "হিমেকামি" অর্থ দেবী, আর যে গানটি শুনবেন সেটির টাইটেল হলো, "কামি-গামি নো উতা" মানে "দেব-দেবীদের গান"। এ যাবৎকালের আমার শোনা সেরা মিউজিক এটি। এর সুরের মধ্যে যে প্রলয়ঙ্করী ভাব আছে, তার সাথে অদ্ভুত হারমোনিতে মিলেছে হিমেকামির গায়িকাদের কন্ঠের তীব্রতা। আর ইন্সট্রুমেন্ট দিয়েছে একটা রহস্যময় অতিপ্রাকৃত আবহ -- প্রথম শুনলে নিঃসন্দেহে অন্য একটা জগতে চলে যাবেন আপনি, কিছুটা সময়ের জন্য হলেও। ২।

নাকাজিমা মিয়ুকি এনার্জেটিক গানের জন্য জাপানে সবচেয়ে বিখ্যাত গায়িকা, তাঁর গানের তালে যেমন শক্তির স্ফুরণ থাকে, কথায়ও থাকে এক ধরনের আন্দোলন, না মেনে নেয়ার তীব্র প্রকাশ। এই গানটির টাইটেলের অর্থ হলো, "মর্ত্যের তারকা"; গানের মূল বক্তব্য হলো, মর্ত্যকে অবহেলা করে যুগটা যে স্বর্গের বা আকাশের তারকার পেছনে ছুটছে, সেটার লাগাম টেনে ধরা। ৩। কাজুমাসা ওদা সলো মিউজিশিয়ান, আমার সবচেয়ে প্রিয় মিউজিশিয়ান। অদ্ভুত পিচের গলার এই গায়কের কন্ঠকে জাপানে "ঈশ্বরের কন্ঠ" বলা হয়।

৪। হাজিমে চিতোসে আরেকজন সলো মিউজিশিয়ান, জাপানের ওকিনাওয়া দ্বীপ, যেটি প্রতিভাবান সব গায়ক-গায়িকার "উৎপত্তি"স্থল হিসেবে বিখ্যাত, সেখানকার একজন অনন্য প্রতিভার গায়িকা। চিতোসের কন্ঠকেও জাপানীরা ঈশ্বরের কন্ঠ বলে, বাংলায় ভাবানুবাদ করলে হয়তো "মহাদেবীর কন্ঠ" বলা যায় পরের দুটো গানেও শক্তির বিচ্ছুরণ আছে যথেষ্টই, তবে এগুলোর আরেকটা বৈশিষ্ট্য হলো এগুলো দ্বীপের গান, কিছুটা ফোকলোর। গায়ক/গায়িকার চেয়ে গানগুলোর উপস্থাপনই এখানে মূখ্য। ৫।

শিমাউতা শিমাউতা মানে হলো দ্বীপের গান, অবশ্যই ওকিনাওয়া দ্বীপের গান; ওকিনাওয়া দ্বীপকে আমেরিকান বেইজের দখল থেকে রক্ষার জন্য রূপক গান -- এমন ভাবানুবাদও অনেকে করেন। নারী ও পুরুষ, দুই কন্ঠের ভার্সনই দেয়া হলো, কোনটা বেশী ভালো লাগলো জানাতে পারেন। ৬। শিমানচু নো তাকারা (দ্বীপের রত্ন) দ্বীপকে ঘিরে চমৎকার এক ভালোবাসার প্রকাশ, দ্বীপের প্রতি অন্তরের ভেতর থেকে কৃতজ্ঞতার চমৎকার এক প্রকাশ। আজ এ পর্যন্তই।

চললে আরো আসবে। চলবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.