আমাদের কথা খুঁজে নিন

   

জাপানীজ গ্র্যান্ড মা



কিছুক্ষণ আগে কুয়ালালামপুর এসে পৌঁছালাম । প্লেনে আমার পাশে বসেছিলেন ৭৫ বছরের এক শিশু । শিশু এইজন্য বল্লাম , কারণ উনি আমার সব কথায় খিল খিল করে হাসছেন। খেতে গিয়ে সারা গায়ে ভরিয়ে ফেলছেন। আমি দাদী দেখিনি , তাই যখনই কোন বৃদ্ধা দেখি , কাছে যাই , আদর করি । আমার স্বভাব হইলো যে কোন বাহনে উইঠাই আমি দেই ঘুম আর লম্বা জার্নি হইলে তো কথাই নাই । কিন্তু আজকে সাড়ে তিন ঘন্টা কুটুর কুটুর গল্প করতে করতে কখন কেটে গেছে টেরই পাই নাই । ভাঙা ভাঙা ইংরেজীতে বললেন , আমি যেন এই জাপানীজ দাদীকে ভুলে না যাই , চিঠি যেন লিখি । সারা হাত ব্যাগ খুঁজে দুইটা কলম বের করে আমাকে দিলেন , " জাপানীজ গ্র্যান্ড মা , গিফট ইউ " বলেই খিলখিল করে হাসি , " আই ইংলিশ , স্মল স্মল " ভালো থেকো আমার জাপানীজ গ্র্যান্ড মা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.