মন্ত্রিসভার সিদ্ধান্তের পরদিন মঙ্গলবার ১৮ দলের মহাসচিবদের বৈঠকের পর বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “এটা সম্পূর্ণ মানবাধিকারের বিরুদ্ধে। কারণ এই বিষয়গুলো এখনো পুরোপুরি নিষ্পত্তি হয়নি। ”
বাহাত্তরের দালাল আইন ও আন্তর্জাতিক অপরাধ আইনে সাজাপ্রাপ্তদের ভোটার হওয়ার পথ বন্ধ করতে আইন সংশোধনের একটি প্রস্তাব সোমবার অনুমোদন দেয় মন্ত্রিসভা।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছয় জনের বিরুদ্ধে রায়ের পর মন্ত্রিসভার এই সিদ্ধান্ত হল।
দণ্ডিত ছয় জনের মধ্যে পাঁচজনই ১৮ দলীয় জোটের দ্বিতীয় বৃহত্তম শরিক জামায়াতে ইসলামীর নেতা।
অন্যজনও দলটির সাবেক নেতা।
দণ্ডিতরা ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করায় তার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোটাধিকার বাতিলের সিদ্ধান্ত না নিতে সরকারের প্রতি আহ্বান জানান ফখরুল।
আপিল নিষ্পত্তির আগে এই সিদ্ধান্ত ‘সম্পূর্ণভাবে বেআইনি, আইনের শাসনের পরিপন্থি’ বলে দাবি করেন তিনি।
একাত্তরে যুদ্ধাপরাধের জন্য বিচারের মুখোমুখি রয়েছেন বিএনপির দুই নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও আব্দুল আলীম। তাদের বিচার শেষের পথে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।