আমাদের কথা খুঁজে নিন

   

কলিগ দাগ দেয় না, কলিগরে দাগ দেয়

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

কলিগের মেজাজ গরম। বান্ধবীর গলায় ভালোবাসার দাগ - লোকজন দেখে আর মনে করে এইটা কলিগেরই কাম। আমারও তাই মনে হয়। কইলাম, ঘটনা কি? এত তাল-বেতাল কেন মিয়া, হুস থাকে না, কোথায় কামড়াকামড়ি করেন? আপনিও? কলিগ একটু ব্যাথিত তাকায়। বেশ আত্মবিশ্বাসের সাথে বলে, আমি কোথাও কামড়াই না! তাইলে? আমি অবাক হই। রুখসানার গলায় কিসের এত দাগ? জিগাই! খোদার কসম! আমার না! আমি কখনই কামড়াকামড়ি করি না। এই বইলা কলিগ শার্ট খোলে। পুরুষ মানুষ শার্ট খুলতেছে দেইখা তড়িঘড়ি হাত ধরি। সে ঝাড়ি মইরা হাত ছাড়াইয়া দেয়। কয়, আইজ আপনার দেখতেই হইবে..দেখলাম, বুকে পিঠে খালি কামড়ের দাগ! কেমনে হইলো? কলিগ ম্লান কণ্ঠে বললো, আমি কামড়াই না, আমার বান্ধবীই আমারে উল্টা কামড়ায়!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.