যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
কলিগের সাথে দেখা হলেই বিপদ। সিগারেট খাওয়াবেন। আমি বলি, ভাই একটু্ আগে খেলাম, এখন খেতে ইচ্ছে করছে না। সে বলবে, আরে, আপনি না খেলে আমার খেতে ইচ্ছে করবে না! বাধ্য হয়ে একটা সিগারেট খাই।
সেদিন আমার মোটেও ইচ্ছে হচ্ছিল না।
তারপরেও জোরাজুরিতে সিগারেট ধরালাম। এক টান দিয়ে আর দিতে ইচ্ছে করছে না। হাতে ধরে রেখে তার কথা শুনি। তিনি সিগারেটে টান দেয়ার সময় শলাকার দিকে দুই চোখ স্থির করে থাকেন, যার ফলে কিঞ্চিত ট্যারা লাগে।
আমাকে বললেন, সিগারেট খাচ্ছেন না কেন?
আমি বললাম, খেতে ইচ্ছে করছে না।
সে বললো, তাহলে ধরালেন কেন?
কই যাই আমি!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।