একজন ইউনুস খান বেঁচে থাকতে চান গণ মানুষের মৌলিক চাহিদা পূরণের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যেগ গ্রহণের মাঝে।
আচ্ছা পাশের বাড়ির কোন এক ছেলে যদি আপনার বোনকে রেপ করে, আর ঐ ছেলে যদি অলিম্পিকে খেলতে যায় তাহলে কি আপনে তাকে সাপোর্ট করবেন বা তার পরিবারের সাথে সম্পর্ক রাখবেন?- এক কলিগ আর এক কলিগের এক কথার সূত্র ধরে একথা বলল। তখন ঐ কলিগ বলেছিলো না।
প্রথমে ঐ কলিগ বলেছিল তিনি পাকিস্থান ক্রিকেট টিমের সাপোর্টার এবং আরও বলেছিল খেলধুলা এবং রাজনীতি এক করা ঠিক না।
তখন প্রথম কলিগ একথা বলেছিল। সাথে বলেছিল আপনার কথা মানি। কিন্তু যারা পাকিস্থান বা তাদের কোন টিমকে সাপোর্ট করে তাহলে তারা হলো রাজাকার।
আমি উনার যুক্তি শুনে থ হয়ে গেলাম। তখন আমার মনে একটা প্রশ্ন জাগল আমরা যারা পাকিস্থান ক্রিকেট টিমকে সাপোর্ট করি তারা সবাইকি রাজাকার।
তাহলে কলিগ কি রাজাকার?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।