আমাদের কথা খুঁজে নিন

   

কলিগ সিগারেটে কষে টান দিয়ে বলে, আরে না, সিগারেট খাই না!

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

কলিগ একটা সিগারেট চাইলে যারপরনাই অবাক হলাম। লেডি কলিগরা সচারচর সহকর্মীকে দিয়ে নিজের কাজ করিয়ে নেবার টেকনিক হিসাবে বেশ মেয়েলীপনা ফুটিয়ে তোলে। কিন্তু এই কলিগ আমার কাছে সিগারেট চাইলো বেশ মরদাঙ্গী ইস্টাইলে। কই দেন তো একটা বিড়ি! জুসের স্যাম্পল রাখা রুমের বারান্দায় গিয়া ফস করে সিগারেট ধরালো। ধুমপায়ীদের ঐটা আস্তানা।

গোলাপী ঠোঁটের মাঝখান থেকে ভুসভুসে ধোয়া বের হতে দেখে বেশ আনন্দ হলো। কি ধোয়ালু ঠোট! ধুমপায়ীদের চুমুর জন্য পার্ফেক্ট। বললো, সালা দু-প‌্যাকেট সিগারেট পাঠিয়েছে! কোন সালা? না বুঝে জিজ্ঞাসা করলাম। ঐ টোবাকোর ছেলেটা। মাঝখানে ক'দিন আমাকে অফিস থেকে নিয়ে গেল না! মনে পড়লো এক ভদ্রলোকের চেহারা।

ক'দিন অফিস শেষে তার সাথেই বের হতে দেখেছি কলিগকে। তার হাতের সিগারেটটা ঘনঘন টানে অলরেডি অর্ধেক হয়ে গেছে। সেদিকে তাকিয়ে বললাম, তো? আমি তো সিগারেট খাই না, আপনাকে এক প‌্যাকেট দিয়ে দিমু নে! তার হাতের সিগারেট দেখিয়ে বললাম, এই তো খাচ্ছেন? কলিগ হাতের সিগারেটটাতে আরো একটা কষে টান দিয়ে বলে, আরে না! আমি তো সিগারেট খাই না, সালার ব্যাটা আমাকে সিগারেট পাঠিয়েছে, আপনাকে এক প‌্যাকেট দিয়া দিমুনে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.