যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
কলিগ এর কিছু জ্ঞানী জ্ঞানী প্রশ্নে আমি বিভ্রান্ত। কি বুঝাইতে চাইলো, কে জানে। জিগাইলো, আচ্ছা এত রঙ থাকতে কেন আপনি কালো শার্ট পড়লেন?
: আজকে পড়তে ভাল লাগলো! বললাম।
গতকাল দেখলাম লাল শার্ট পড়তে?
: ওটা গতকাল ভাল লাগছিলো!
প্রতিদিন নতুন নতুন রঙ পড়েন নাকি যে ক'টা রঙ আছে তার মধ্যে অদলবদল করেন? আবারো প্রশ্ন!
বললাম, এমনই, আসলে যা আছে তাই তো ঘুরিয়ে ফিরিয়ে পড়তে হবে!
তারমানে ভালোলাগাটা আসলে আপনার সক্ষমতা সাপেক্ষে?
: হু! তবে কিনেছিলাম কিন্তু পছন্দের রঙ বলেই!
তারমানে লাল, কালো দুটোই আপনার পছন্দ? কলিগ নাছোরবান্দা।
: তা বটে, তবে আরো কয়েকটা রঙ আছে - সেগুলোর আবার ভাল শার্ট পাইনি!
পেলেই কি কিনতেন?
: ডিপেন্ডস কিনতে পারতাম কিনা, তেমন টাকা থাকতো কিনা, তবে চেষ্টা তো করতাম!
তারমনে ইচ্ছেমত কিনতেও পারছেন না, রঙ থাকলেও আবার টাকা থাকলেও? কলিগের মতলব বোঝা ভার! এবার জিজ্ঞেস করি, তা বটে, কিন্তু এসব জেনে আপনার কাজ কি?
ভাল লাগে জানতে কেন আপনার এই রঙের ভেরিয়েশন!
: আমি যদি একই রঙ পড়তাম তখন কি জিজ্ঞেস করতেন?
কেন একই রঙ পড়েন? একই রঙ পড়তে কেন ভাল লাগে? এসব আর কি!
: মানে কারো ভালোলাগা নিয়ে প্রশ্ন করার আগ্রহ আমাদের জন্মগত!
বটে! কেন আগ্রহ থাকবে না? আপনার তো জানাতেও আগ্রহ রয়েছে?
: তা বটে, এটা একটা প্রসঙ্গ বটে, আলোচনার বিষয়!
ঠিক বলেছেন, আমাদের ভিন্নতাগুলো জানার আগ্রহ আমাদের চুড়ান্ত কৌতুহলের!
মারডালা! কলিগ ইসমার্ট হয়ে গেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।