সুন্দর সমর
সন্ত্রাস এখন আলুর তরকারির মত,
সব কিছু্তেই চলে। গোশত বা পিউর নিরামিশ কিংবা চিতলের তেলে সমৃদ্ধ পেটির
সাথে তোমাকে পরিবেশন করা যায়।
মানে আলু গোশতে চলে, নিরামিষে যায়, মাছের সাথে মাখামাখি করতে পারে।
তেমনি আজ সব জায়গায় সন্ত্রাস পরিবেশিত হয় আমাদের পাতে।
কখনো ভাজি, কখনো ভর্তা, কখনো আলুর দম, চপ, চটপটি
আলুর ডালের মতই ঘটনা!
আহারে আলুর একই অঙ্গে কতই না খাদ্য-রূপ!
আহারে সন্ত্রাস তুমিও ক্ষণে ক্ষণে নানা রূপে আসো যাও!
আজ সন্ত্রাস নানা রূপে গুণে ষোল কলা বিকশিত প্রায়!
চার মাস না পেরোতেই এমন বাড়ন্ত গঠন,
কিশোরীর কচি দেহে যৌবনের বান ডাকার মতো!
জয় মা বলে ভাসাও তরী! কেউ কি গেয়ে উঠছে কোথাও!
৪ মাসে এমন প্রবৃদ্ধি ৫ বছর পেরোলে এ ছায়া কোথায় যাবে!
ভাবতে ভাবতে আতংকের অংক কষছে দেশের অগণিত ভয়ার্ত মুখ-চিন্ত ক্লিষ্ট মাথা-ভাতে মরা পেট- দুরু দুরু বুক-নেতিয়ে পরা নিতম্ব বা হাড্ডিসার উরু!
এই তো মেডিক্যাল কলেজে কুপিয়ে হত্যা,
তিন শিশুকে লক্ষ্য করে গুলি কিন্তু নিহত তাদের নানা ।
বিশ্ববিদ্যালয়গুলোতে কি হয়েছে, হচ্ছে বা হতে পারে বলতে চাই না।
ভুলেই গেছি ডিআইটির ঘটনা!
জয় সন্ত্রাস জয় তোমার জাতির জনক!
আজ শিহরিত দেহ-মনে তোমার বার্তা বহনে আর কোনো দ্বিধা নেই!
তুমি আমার সশ্রদ্ধ প্রণতি গ্রহণ করো!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।