আমাদের কথা খুঁজে নিন

   

সংহতি জানাতে গিয়ে সিলেটে সুরঞ্জিত লাঞ্চিত

আমি পথহারা পথিক...পথে পথে ঘুরে বেড়াই, পথের নেশায়....লোকের কথা শুনি, কখনো কখনো বলার চেষ্টাও করি। আমার কথা সবার ভাল লাগবে এমনটা আশা করি না। আমি বিশ্বাস করি, যে পথের নেশায় পথে পথে ঘুরে বেড়াই, সেই পথের দেখা আমি পাবই........ কেন্দ্রীয় শহীদ মিনারে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবির আন্দোলনে সংহতি প্রকাশ করতে এসে জুতা প্রদর্শনের শিকার হলেন দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত। রাবিবার রাত নয়টার দিকে তিনি সংহতি প্রকাশ করতে এলে জনতা তাকে জুতা প্রদর্শন করে। এ সময় জনতা ‘কালো বিড়াল, কালো বিড়াল’-বলে স্লোগান তুললে মন্ত্রী দ্রুত স্থান ত্যাগ করতে বাধ্য হন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া নয়টায় যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরতদের সংহতি জানাতে আসেন সুরঞ্জিত। তিনি বেশ কিছু সময় সড়কে দাঁড়িয়ে থাকলেও আন্দোলনরতরা তাকে সম্মান প্রদর্শন করেননি এমনকি কথা বলতেও দেননি। তবে দু-তিন মিনিট পর উপস্থাপক মাইকে মন্ত্রী আগমন ও সংহতি কথা জানালে জনতা উত্তেজিত হয়ে উঠে। এসময় তারা ‘কালো বিড়াল, কালো বিড়াল’ বলে স্লোগান তোলে ও জুতা প্রদর্শন করে। একপর্যায়ে মন্ত্রী আন্দোলনরতদের কাছ থেকে দ্রুত সরে যেতে বাধ্য হন তথ্য সুত্র: রাইজিংবিডি২৪.কম

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.