Abar
মাইনাস পাবার জন্য আবার হাজির হয়েছি। এবারে একটা কঠিন টাইপের পাজল। দেখি কে কেমন পারেন।
ছোট্ট একটা দ্বীপে বাস করত এক বানর। দ্বীপে হিংস্র প্রাণী না থাকায় বেশ সুখেই দিন কাটাচ্ছিল সে।
একদিন ....।
আগুন লাগল দ্বীপের বনে। দ্রুত ছড়াচ্ছে আগুন। বানরটা বুদ্ধি করে বড় একটা নারকেল গাছে উঠে পড়ল। কিন্তু আগুন একসময় চারপাশ দিয়ে ঘিরে ফেলল নারকেল গাছটা।
ছোট হয়ে আসতে লাগল বৃত্ত।
আপনাকে বলতে হবে, বাঁচার জন্য কি করার আছে বানরটার।
ভাবুন.....।
একটু মাথা খাটান.......
খুব বেশী কঠিন না.......
পেরেছেন, তাই না?
কি বললেন, পারবেন না? আপনার মত এতবড় একটা গাধা যদি না পারে, ঐটুকু বান্দরটা কিভাবে পারবে???
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।