আমাদের কথা খুঁজে নিন

   

আন্দোলন চলছে জেলা ও উপজেলায়, দেশে ও পরবাসে,অনলাইনে ও অফলাইনে, সীমানা চিনিনা, আছি শাহবাগে

YOU'RE LOOKING AT ME BUT I'M LOOKING THROUGH YOU গণজাগরণ মঞ্চের আগামী কর্মসূচীঃ- ১) ৩১ মার্চ সকাল ১১ টায় মহান জাতীয় সংসদ অভিমূখে মিছিল এবং যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যদন্ড ও জামায়াত-শিবির নিষিদ্ধসহ ৬ দফা দাবীতে দেশব্যপী সঙগ্রহীত গণস্বাক্ষর মাননীয় স্পিকারের কাছে হস্তান্তর। ২) ৪ এপ্রিল সকাল ১১ টায় গণজাগরণ মঞ্চের বিক্ষোভ মিছিল এবং মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান। ৩) ৪ এপ্রিল সারাদেশে বিক্ষোভ মিছিল এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ। ৪) ৫ এপ্রিল ৪ টায় প্রজন্ম চত্বরের গণজাগরণ মঞ্চে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান। ৫) ৬ এপ্রিল বিকাল চারটায় প্রজন্ম চত্বরের গণজাগরণ মঞ্চে সমাবেশ।

গণজাগরনের চলমান আন্দোলনকে ইতিহাসের পাতায় স্থান দিতে যশোরের মণিরামপুর উপজেলায় প্রধান সড়ক এর পাশে নির্মিত হচ্ছে বাংলাদেশে গণজাগরণ আন্দোলনের প্রথম মনুমেন্টাল ভাষ্কর্য। নির্মানাধীন এই স্থাপনার শিল্পী: চারু পিন্টু, বাস্তবায়নে: গণজাগরনমঞ্চ, মণিরামপুর, যশোর। জামাত-শিবিরকে নিষিদ্ধ ঘোষণার দাবীতে ২৬ মার্চ রাত ১০ টা ৩০ মিনিটে জাতীয় জাদুঘরের সামনে শহীদ রুমী স্কোয়াডের ডাকে শুরু হল আমরণ অনশন কর্মসূচি। ফেইসবুক পেইজ- https://www.facebook.com/shaheed.rumi.squad গণজাগরণ মঞ্চে ১৪ নারী মুক্তিযোদ্ধার একাত্মতা প্রকাশ। গণজাগরণ মঞ্চের নতুন শ্লোগান।

“বীরঙ্গনা আমার মা আপোস নামা মানিনা, বীরঙ্গনা আমার মা অন্য কিছু বুঝিনা। ” নতুন প্রজন্মের হাতে পতাকা তুলে দিলেন মুক্তিযোদ্ধারা। বিস্তারিত- Click This Link Click This Link প্রজন্ম আজ ফেটে পড়েছে প্রচন্ড প্রতিবাদে- সিলেট Click This Link গণ জাগরণ মঞ্চের ২৬ মার্চের কর্মসূচীঃ মহান ২৬ শে মার্চ উপলক্ষে গণজাগরণ মঞ্চের অফিসিয়াল ওয়েবসাইট আজ প্রকাশ হলো http://www.gonojagoronmoncho.com/ বিকাল চারটায় মুক্তিযোদ্ধা জনতা মহাসমাবেশ। ১) মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সকাল ৭টায় প্রজন্ম চত্বরের গণজাগরণ মঞ্চে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন। ২)এরপর সাভার জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন কারা হবে।

৩) সকাল থেকেই প্রজন্ম চত্বরের গণজাগরণ মঞ্চে যথারীতি সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। ৪)এ দিন বিকাল চারটায় মুক্তিযোদ্ধা জনতা মহাসমাবেশ। ৫) মহাসমাবেশের পর রাত ৮টায় মহান মুক্তিযুদ্ধের ৪২তম বার্ষিকী স্মরণে গণজাগরণ মঞ্চ থেকে উড়ানো হবে ৪২ টি ফানুস। ৬)মহান স্বাধীনতা দিবসে সারাদেশে ও গণজাগরণ মঞ্চ ও অন্যান্য স্থানে মুক্তিযোদ্ধা-জনতা মহাসমাবেশ আয়োজনের আহবান জানাচ্ছি। গণ জাগরণ মঞ্চের ২৫ মার্চের কর্মসূচীঃ গণজাগরণ মঞ্চের আজকের কর্মসূচী শুরু হয়েছে বিকাল ৫টা থেকে এবং চলবে আগামীকাল ভোর পর্যন্ত।

১) বিকেল ৫টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান। ২) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে সারাদেশে মৌন পদযাত্রা। ৩) রাত ১১টায় প্রজন্ম চত্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে মৌন পদযাত্রা। ৪) রাত ১১টা ২৯ মিনিট থেকে ১১টা ৩১ মিনিট পর্যন্ত কেন্দ্রীয় শহিদ মিনারে এবং বিশ্বব্যাপী ‘ফিরে যাই একাত্তরে’ শিরোনামে একাত্তরের মহাকাব্যিক মুক্তিযুদ্ধের স্মৃতি স্মরণ। এ সময়টায় সারা বিশ্বের সকল বাঙালি , যে যেখানে থাকবো, সেখানেই যেন উঠে দাঁড়াই, স্থির হই, মৌন হই এবং ফিরে যাই একাত্তরে।

৫) রাত ১১টা ৩৫ মিনিটে মোমবাতি প্রজ্বলন করে আলোর মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের গণকবরের উদ্দেশে রওনা। ৬) জগন্নাথ হল স্মৃতিসৌধে রাত ১১টা ৫৮ মিনিট থেকে ১২টা পর্যন্ত 'নিষ্প্রদীপ মুহূর্ত' পালন করা হবে। গণহত্যার কালরাত স্মরণে এ সময় মোমবাতি নিভিয়ে রাখা হবে। ৭) রাত সাড়ে ১২টা থেকে ভোরের আলো ফোটার আগ পর্যন্ত শাহবাগের গনজাগরণ মঞ্চে চলবে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী। সাতক্ষীরাঃ ১৯৭১ সালের ২৫ শে মার্চ পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক ইতিহাসের নৃশংসতম গণহত্যায় নিহত শহীদদের স্মরণে সাতক্ষীরা গণজাগরণ মঞ্চের জাগরণী সমাবেশ ও মোমবাতি প্রজ্জ্বলন সোমবার ২৫ মার্চ সন্ধ্যা ৭:০০ টায় অনুষ্ঠান শুরু হবে।

রাত ১১.৩০টায় প্রজ্জ্বলিত মোমবাতির র‍্যালি যাবে শহীদ মিনারে। এই পোষ্ট অনেক বড় হয়ে যাওয়ায় কিছু অংশ এখানে শিফট করলাম- গণজাগরণের গান, চরমপত্র, গণস্বাক্ষর, ডকুমেন্টারি, পিটিশান, ওয়েবসাইট, ছবি ইত্যাদি Click This Link ২২ মার্চ সংবাদ সম্মেলনে আগামী পঁচিশ মার্চ কালরাত্রি ও ছাব্বিশ মার্চ মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে গণজাগরণ মঞ্চের কর্মসূচী ঘোষণা। Click This Link গণজাগরণ মঞ্চের কর্মসূচী : ৩)২৫ মার্চ সোমবার রাত্রিতে ’৭১-এর শহীদদের স্মরণ । ৪)২৬ মার্চ মঙ্গলবার মহাসমাবেশ বিকাল ৩ টায় । এ ছাড়া পূর্বঘোষিত সকল কর্মসূচী সফল করতে সব ধরনের প্রস্তুতি চলছে মঞ্চের।

পাশাপাশি শাহবাগের প্রজন্ম চত্বরে প্রতিবাদী কর্মসূচী অনুষ্ঠিত হচ্ছে। গণজাগরণের গান, চরমপত্র, গণস্বাক্ষর, ডকুমেন্টারি, পিটিশান, ওয়েবসাইট, ছবি ইত্যাদি Click This Link সিলেটে গণজাগরণ মঞ্চের উদ্যোক্তাদের হত্যার হুমকি দিয়ে কাফনের কাপড় পাঠানো হচ্ছে। সিলেটের গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা বলেছেন, ভয় দেখিয়ে লাভ নেই, আন্দোলন চলবে। "গণজাগরণনামা : নব ইতিহাসের এক পরিপূর্ণ পান্ডুলিপি। " (যা নতুন করে ভাবতে শেখাবে) Click This Link মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানী ৩১ মার্চ।

জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের রিট আবেদনের শুনানী শুরু। ইভেন্টসঃ ২২ মার্চ-গণজাগরণ মঞ্চের শাহবাগের সমাবেশ স্থগিত গণজাগরণ মঞ্চের পূর্ব ঘোষিত ২২ মার্চ বিকাল ৩টায় শাহবাগে অনুষ্ঠেয় সমাবেশ স্থগিত ঘোষণা করা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতির প্রয়াণের পর তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন চলছে। তাই সমাবেশ স্থগিত ঘোষণা করা হয়েছে। ২০ মার্চ- ইংল্যান্ডে যুদ্ধাপরাধীদের বিচারের দাবী, 'ওয়াকিং ফর জাস্টিস' প্রবাসে যুদ্ধাপরাধীদের বিচারের দাবী, ওয়াকিং ফর জাস্টিস কর্মসূচী।

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ও বিচার নিশ্চিত করার দাবীতে ওয়াকিং ফর জাস্টিস কর্মসূচী শুরু করেছে ব্রিটেনের প্রবাসী বাঙ্গালীরা। গণজাগরণ মঞ্চ ইউকে-এর সহযোগিতায় গত বুধবার থেকে সাতদিনের এই কর্মসূচী শুরু হয়েছে। ইংল্যান্ডের ওল্ডহ্যাম শহররে স্থাপিত প্রবাসীর প্রথম স্থায়ী শহীদ মিনার থেকে বুধবার সকাল ৮ টায় বাংলাদেশের জাতীয় সংগীতের মাধ্যমে এ পদ যাত্রা সুচনা করেন প্রবাসী বাঙ্গালীরা। বাংলাদেশ সময় ভোর ৪ টায় ম্যানচেস্টারের ওল্ডহ্যাম থেকে দীর্ঘ ৬০ মাইল পথ পায়ে হেঁটে স্টক অন স্ট্রেটে পৌঁছাবে ওয়াকিং ফর জাস্টিস টিম। এর ধারাবাহিকতায় ৩০০ মাইল পথ পাড়ি দিয়ে লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি প্রদান করবে দলটি।

১৮ মার্চ- নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিবের কাছে স্মারকলিপি প্রদান জাতিসংঘ মহাসচিব বান কি মুনের কাছে স্মারকলিপি দিয়ে যুদ্ধাপরাধের বিচারে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার পক্ষে সহায়তা চেয়েছেন নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিরা। সোমবার নিউইয়র্কে জাতিসংঘ ভবনের সামনে বিক্ষোভ দেখিয়ে পরে বান কি মুনের কাছে ওই স্মারকলিপি দেন। এসময় বিক্ষোভকারীরা বাংলাদেশে শাহবাগে গণজাগরণ মঞ্চের প্রতিবাদকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন। তারাও বিভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুনে যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ডের দাবির স্লোগান লিখে, জাতীয় পতাকা নাড়িয়ে গণজাগরণ মঞ্চের নামে স্লোগান দিতে থাকেন। প্রচণ্ড শীত উপেক্ষা করে এখানে কয়েক শ’ মানুষ জড়ো হন।

অনেকেই আশেপাশের রাজ্য থেকে এসে এই বিক্ষোভে অংশ নেন। সূত্র- বাংলানিউজ২৪। ১৬ মার্চ- শিক্ষা প্রতিষ্ঠানে সম্প্রীতি সমাবেশ ১৬ মার্চ সকাল ১১ টায় জামাত শিবিরের সাম্প্রদায়িক নৃশংসতার প্রতিবাদে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সম্প্রীতি সমাবেশ। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে গণজাগরণ মঞ্চের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশে সভাপতির বক্তৃতায় ডা. ইমরান এইচ সরকার বলেন, শাহবাগের তরুণ প্রজন্মের গণজাগরণ আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চলছে। যুদ্ধাপরাধী সমর্থিত কিছু মিডিয়া এ আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করছে ১৫ মার্চ- আশুলিয়ায় মহাসমাবেশ ১৫ মার্চ শুক্রবার ৪টা ১০ মিনিটে সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের সামনে গণজাগরণ মঞ্চে শুরু হয়েছে সমাবেশ।

সমাবেশের প্রথমেই কোরান তেলাওয়াত, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশটি শুরু হয়। এর পর বিকেল সোয়া ৪টার দিকে জাতীয় সঙ্গীত পরিবেশন করা করা হয়। আশুলিয়ায় র‌্যাব ও পুলিশ প্রহরায় গণজাগরণ মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। ছবি- বাংলানিউজ২৪। "যুদ্ধাপরাধীদের বিচার করতেই হবে" এই কথা বলায় গাইবান্ধায় শরিফুল নামের এক ব্যক্তির জিহ্বা কেটে পরবর্তিতে হত্যা করে জামায়াত শিবির।

১৪ মার্চ- চট্টগ্রামে জাগরণ সমাবেশ চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে ১৪ মার্চ বিকাল ৩ টায় শুরু হয়েছে জাগরণ সমাবেশ। ১৩ মার্চ- চট্টগ্রামের মহাসমাবেশ স্থগিত আইনের প্রতি শ্রদ্ধা এবং শান্তি শৃঙ্খলা রক্ষায় ১৩ মার্চের চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সমাবেশ স্থগিত করা হয়েছে। একই সাথে গণজাগরণ আন্দোলন কোনো ধর্মীয় সংগঠনের বিরুদ্ধে নয় উল্লেখ করে চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরিফ চৌহান বলেন, “শুধু যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি এবং যুদ্ধাপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে জামায়াত-শিবির নিষিদ্ধ করার দাবিতে আমাদের এই অহিংস আন্দোলন। ১০ মার্চ- উত্তরায় মহাসমাবেশ ১০ মার্চ রবিবার বিকাল ৩ টায় উত্তরা ১১ নং সেক্টরের চৌরাস্তায় গণ জাগরণ মঞ্চের সমাবেশ অনুষ্ঠিত। বিকেলে ৪টা ২০ মিনিটে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় উত্তরার জাগরণ সমাবেশ।

৬ দফা দাবিতে শাহবাগ গণজাগরণ মঞ্চের বাইরে এটি সপ্তম সমাবেশ। ব্লগার ও ছাত্র নেতাদের বক্তব্য চলে একটানা সন্ধ্যা ৬টা পর্যন্ত। কাণায় কাণায় পূর্ণ উত্তরা ১১ নম্বর চৌরাস্তা মোড়। জনতার স্রোত পূবে চৌরাস্তা, পশ্চিমে ১২ নম্বর সেক্টরের মূল সড়ক পর্যন্ত ভরে যায়। ৯ মার্চ- গোলাম আযমের বিরুদ্ধে সাক্ষ্য দেয়া আহমেদ ইমতিয়াজ বুলবুলের ভাই খুন গোলাম আযমের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।

এই মুক্তিযোদ্ধার ভাইকে কিছুক্ষণ আগে হত্যা করে খিলক্ষেত ফ্লাইওভারের কাছে ফেলে রাখা হয়েছে বলে জানালো এক বার্তাসংস্থার সংবাদ প্রধান। http://bangla.bdnews24.com/bangladesh/article600230.bdnews শাহবাগ প্রজন্ম চত্বরের গণজাগরণ মঞ্চের কাছে দুটি ককটেল বিস্ফোরণ, র‍্যাব সদস্য আহত, ২ মহিলা সহ ১৪ জনকে আটক। গণজাগরণ চত্বরে ১ মিনিটের নীরবতা পালন। ৮ মার্চ-আন্তর্জাতিক নারী দিবসে প্রজন্ম চত্বরের নারী সমাবেশ ও নারায়ণগঞ্জের গণজাগরণ মঞ্চের উদ্যোক্তার ছেলে ত্বকী নিহত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে প্রজন্ম চত্বরের নারী সমাবেশ হয়েছে। বাংলাদেশে নারীদের সবচেয়ে বড় সমাবেশ বিকাল ৩ টায়।

Click This Link Click This Link নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা রফিউর রাব্বির বড় ছেলে নিখোঁজ তানভীর মোহাম্মদ ত্বকীর (১৭) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করেছে। ৭ মার্চ- সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ। সারা পৃথিবীতে বাংলাদেশীরা শহীদদের প্রতি বার্তা পাঠিয়ে দিল আকাশের ঠিকানায় ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ বিকাল তিনটায়। ঐতিহাসিক ৭ মার্চে আমরা প্রবাসীরা আমাদের বার্তা পৌঁছে দিয়েছি আকাশের ঠিকানায়।

এক একটি বেলুনে বাঁধা চিরকুটে লিখি ত্রিশ লক্ষ শহিদ - দু'লক্ষ নির্যাতিত মা-বোনের প্রতি শ্রদ্ধা, বাঙালির নবজাগরণের প্রতি সংহতি অথবা গণজাগরণ মঞ্চের যোদ্ধাদের প্রতি শুভকামনা। ছবি- পেনসিল্ভেনিয়া, আমেরিকা। প্রবাসী বাংলাদেশিগণ, পৃথিবীর সব জায়গা থেকে ৭ মার্চ @ দুপুর ১২:৩০ টায় বেলুনে করে আকাশের ঠিকানায় চিঠি পাঠিয়ে একাত্মতা জানিয়ে দেয় বিশ্ববাসীকে। Click This Link নিউইয়র্ক টাইমসে ইতিহাস সৃষ্টিকারী বাংলা শিরোনাম: ‘আমরা বিচার চাই’ Click This Link ৬ মার্চ- যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ সাজা ও জামায়াত শিবিরের রাজনীতি বন্ধের দাবিতে গণজাগরণ আন্দোলনের ১ মাস পূর্তি। হামলার আশঙ্কা: ৪০ জেলা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে গত চার দিনে প্রায় ৪০টি জেলা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন জেলা প্রশাসকেরা।

চিঠিতে তাঁরা জামায়াত-শিবিরের সহিংসতা তুলে ধরে পরিস্থিতি মোকাবিলায় সরকারের সহায়তা কামনা করেন। জেলা প্রশাসকেরা পরিস্থিতি সামাল দিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‌্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ফোর্স (এপিবিএন) ও কিছু জায়গায় সেনাবাহিনী মোতায়েনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছেন। বিভাগীয় কমিশনাররাও একই ধরনের সহায়তা চেয়ে চিঠি পাঠিয়েছেন। ২৮ ফেব্রুয়ারি রংপুরে জামায়াত শিবিরের হামলায় আহত পুলিশ কন্সটেবল মোজাহের আলী ঢাকার সি এম এইচে মারা গেছেন। ৫ মার্চ- যাত্রাবাড়ীর চৌরাস্তায় মহাসমাবেশ ৫ মার্চ যাত্রাবাড়ী চৌরাস্তায় মহাসমাবেশ বিকাল তিনটায়।

ঐতিহাসিক ৭ মার্চ এর পূর্বে এটাই ছিল শেষ মহাসমাবেশ। যাত্রাবাড়ী- ডেমরা রোডে মহাসমাবেশ ছবি- বাংলানিউজ২৪ যাত্রাবাড়ী গনজাগরণ মঞ্চ প্রস্তুত Click This Link ৪ মার্চ- সকাল ১০ টায় প্রজন্ম চত্বর থেকে হরতাল বিরোধী প্রতিবাদী মিছিল সোমবার সকাল ১০ টায় প্রজন্ম চত্বর থেকে হরতাল বিরোধী প্রতিবাদী মিছিল। চট্টগ্রামের ষোলশহর এলাকার জামিয়া আহমেদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার ১০ আলেমকে হত্যার উদ্দেশ্যে সোমবার বিকেলে এক শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানার পুলিশ রেকি (ঘটনাস্থল পরিদর্শন) করার সময় । Click This Link ‘আরও ৮ ব্লগারকে হত্যার পরিকল্পনা ছিল’ আরও আট ব্লগারকে হত্যার পরিকল্পনা ছিল ঘাতকদের। রাজীবকে দিয়ে শুরু করার পর পরের জনকে হত্যার নানা পরিকল্পনা করছিলো ঘাতকরা।

আর কিলিং মিশন সফল করতে কাজ করছিলো চারটি গ্রুপ। মহানগর গোয়েন্দা পুলিশ তাই এসব পরিকল্পনার মূল হোতা শিবিরের সেই ‘বড় ভাই’কে গ্রেফতারের জন্য হন্যে হয়ে খুঁজছে। Click This Link ৩ মার্চ- জাতীয় পতাকা দিবসে বাহাদুর শাহ পার্কে মহাসমাবেশ ও রাজিব হত্যাকাণ্ডে আটক নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী। গণজাগরণ মঞ্চের ২৭ তম দিন ৩ মার্চের কর্মসূচী- ১) সকাল ১০ টায় হরতাল বিরোধী মিছিল। ২) বিকাল ৩ টায় মহাসমাবেশ।

বাহাদুরশাহ পার্কের সমাবেশ থেকে ঘোষিত কর্মসূচী- ২) ৫ মার্চ যাত্রাবাড়ী চৌরাস্তায় মহাসমাবেশ। ৩) ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ। ৪) ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে প্রজন্ম চত্বরে নারী জাগরণী সমাবেশ। ১) ৮ মার্চ খুলনার চুকনগর বধ্যভূমিতে বিকাল ৩ টায় গণসমাবেশ। জাতীয় পতাকা দিবসে প্রজন্ম চত্বর, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল ধরণের অফিসে উড়ল জাতীয় পতাকা।

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুলিশ কন্সটেবলকে কুপিয়ে হত্যা করেছে জামায়াত শিবির। Click This Link শেষ বিদায়...!! জগৎ জ্যোতি তালুকদার --২০১৩ সালের নবপ্রজন্মের মুক্তিযুদ্দের সিলেটের প্রথম শহীদ তো্মার রক্ত বৃথা যাবেনা... Click This Link কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল ৩ মার্চ। রাজশাহী রেলস্টেশনে থেমে থাকা ট্রেনে জামায়াত শিবিরের আগুনে পুড়ে গেছে ধূমকেতু এক্সপ্রেস এর ৩ টি বগি। আতঙ্কিত যাত্রীরা দ্রুত বগী থেকে বের হয়ে আসেন। এখনও কোন হতাহতের কথা জানা যায়নি।

রাজিব হত্যাকাণ্ডে আটক নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী। পুলিশের জিজ্ঞাসাবাদে সবাই রাজীব হত্যার কথা স্বীকার করেছেন বলেই জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিবি) জয়েন্ট কমিশনার মনিরুল ইসলাম। তিনি বলেন, “আটক ছাত্ররা জানিয়েছেন রাজীবকে হত্যা করা তাদের ইমানের দায়িত্বের মধ্যে পড়ে বলেই তারা এটা করেছে। ” বিস্তারিত Click This Link ২ মার্চ- সকল প্রতিষ্ঠান ও কারখানায় পতাকা উত্তোলন, সিলেট গণজাগরণ মঞ্চের সাথে সক্রিয় ব্যক্তিত্ব জগৎজ্যোতি তালুকদারকে জামায়াতে ইসলামি আর ছাত্রশিবিরের কুপিয়ে হত্যা ১) সকল প্রতিষ্ঠান ও কারখানায় পতাকা উত্তোলন। ২) সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ সমাবেশ।

সিলেট গণজাগরণ মঞ্চের সাথে সক্রিয় ব্যক্তিত্ব জগৎজ্যোতি তালুকদারকে জামায়াতে ইসলামি আর ছাত্রশিবির কুপিয়ে হত্যা করেছে ২ মার্চ রাত সোয়া ১০ টার সময়। Click This Link রাত সোয়া ১০টার দিকে সিলেটের মদিনা মার্কেট এলাকায় তাকে বহনকারী প্রাইভেট কারে হামলা চালায় শিবির কর্মীরা। এ সময় তারা গাড়িতে আগুন দিলে সহকর্মী কামাল ও জুয়েলকে নিয়ে গাড়ি থেকে নেমে আসেন জগতজ্যোতি। এ সময় তার উপর হামলা চালায় শিবির কর্মীরা। তাদের এলোপাথারি কুপে জগতজ্যোতি তালুকদার গুরুতর আহত হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ সময় ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ১ মার্চ- ঢাকার শাহবাগ ও খুলনার গল্লামারীতে মহাসমাবেশ। সারাদেশে সমাবেশ ১) জুম্মার নামাজের পরে মহান শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য সকল মসজিদে দোয়া মাহফিল। ২) সন্ধ্যায় দেশের সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডায় শহীদদের জন্য প্রার্থনা। ৩) দেশের সকল জেলা উপজেলায় গণজাগরণ মঞ্চে সমাবেশ।

৪) ৩ টায় শাহবাগ গণজাগরণ মঞ্চে মহা-সমাবেশ। খুলনার গল্লামারী স্মৃতিসৌধে বিকাল ৩ টায় মহাসমাবেশ। সারাদেশে হয়েছে সমাবেশ। শাহবাগের সমাবেশকে মহাসমাবেশে রূপান্তরিত করেছে জনগণ। জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে শুরু হয়েছে মহাসমাবেশ।

খুলনার গল্লামারী বধ্যভূমি মহাসমাবেশ- "চলছে লড়াই চলবে" - জানালেন একাত্তরের মুক্তিযোদ্ধারাই Click This Link খুলনা গণজাগরণ মঞ্চের কর্মসূচীঃ ১) ১ মার্চ পল্লামারী স্মৃতিসৌধে বিকাল ৩ টায় মহাসমাবেশ। ২) ৮ মার্চ চুকনগর বধ্যভূমিতে বিকাল ৩ টায় গণসমাবেশ। ৩) প্রতি শুক্রবার শিববাড়িতে অবস্থান কর্মসূচী। ২৮ ফেব্রুয়ারি- রাজাকার সাঈদীর ফাঁসির রায় ও সারাদেশে জামায়াতের হরতাল- হামলা সাঈদীর ফাঁসির আদেশ 'ফাঁসি হবে বাংলাদেশে কবর হবে পাকিস্তানে' ২০ টি অভিযোগের মধ্যে ৮ টি অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণিত। শাহবাগে আনন্দ উল্লাস , চারিদিকে 'জয় বাংলা' প্রতিধ্বনি।

শাহবাগে এখন আনন্দ মিছিল চলছে মিষ্টি বিতরণ। গণজাগরণ মঞ্চ থেকে আজকে একটা ব্রিফিং হওয়ার কথা ছিল বিকাল ৩ টায়, কিন্তু সমন্বক ডাঃ ইমরান এইচ সরকার হটাৎ অসুস্থ অনুভব করায় সময় পরিবর্তন হয়েছে। সাঈদীর বিরুদ্ধে থাকা ২০টি অভিযোগের মধ্যে প্রমাণিত হয়েছে ৬, ৭, ৮, ১০, ১১, ১৪, ১৬, ১৯ নম্বর অভিযোগ। এর মধ্যে ৮ ও ১০ নম্বর অভিযোগে তাঁকে সর্বোচ্চ শাস্তি ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেওয়া হয়েছে। তাই অন্যগুলোতে আলাদা করে কোনো শাস্তি নির্ধারণ করা হয়নি।

একই সঙ্গে সাঈদীর বিরুদ্ধে আনা অন্য ১২টি অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে সেগুলো থেকে খালাস দেওয়া হয়েছে। এটি একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার তৃতীয় এবং এই ট্রাইব্যুনাল থেকে দেওয়া প্রথম রায় আসুন দেখি একাত্তরে সাঈদীর করা মানবতাবিরোধী অপরাধের তালিকা Click This Link গণজাগরণ মঞ্চের নেতৃত্বে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ সাজার দাবিতে ও হরতালবিরোধী গণমিছিল মৎসভবন -প্রেসক্লাব-কাকরাইল-শান্তিনগর-মৌচাক হয়ে মগবাজার-বাংলা মোটর- শাহবাগ এসে পৌঁছেছে। আগের দিনই হরতালের ঘোষণা দেয় জামায়াত শিবির। সকাল ৯ টায় শাহবাগ থেকে হরতালবিরোধী মিছিল। আগের দিন সন্ধ্যা থেকে শাহবাগের প্রজন্ম চত্বরে টানা অবস্থান কর্মসূচী ঘোষণা করেছে প্রজন্ম চত্বর।

হরতাল প্রত্যাখ্যানের ঘোষণা দিয়ে সারাদেশে যানবাহন চালানোর সিদ্ধান্ত- বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। রায় ঘোষণার পর চট্টগ্রামের সাতকানিয়ায় পুলিশের সঙ্গে জামায়াত শিবিরের সংঘর্ষ, ৬০ টি গাড়ি ভাংচুর, আটক ১৮| রংপুরের মিঠাপুকুরে জামায়াত শিবিরের সংঘর্ষ, নিহত ২, আওয়ামীলিগ অফিসে আগুন। ঢাকার 'রূপসী বাংলা'র কাছ থেকে একটি অবিস্ফোরিত গ্রেনেড পাওয়া গেছে। পাবনায় চারটি প্রতিষ্ঠানে শিবিরের হামলা, সাঈদীর বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণার পর পাবনায় ৪টি প্রতিষ্ঠান ভাঙচুর ও ৩টি ট্রাক পুড়িয়ে দিয়েছে জামায়াত-শিবির। যাত্রাবাড়ীতে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বৃহস্পতিবার সাঈদীর রায় ঘোষণার পর যাত্রাবাড়ীর শহীদ ফারুক হোসেন রোডের মেডিকো হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে শিবির কর্মীরা।

দুপুর আড়াইটার দিকে ২০-৩০ জন শিবির কর্মী হঠাৎ মিছিল নিয়ে বের হয়ে ব্যাপক ইট-পাটকেল ছুঁড়তে থাকে ও পুলিশকে লক্ষ্য করে ৬-৭টি ককটেল নিক্ষেপ করে। লালমনিরহাটের বড়বাড়িতে পুলিশসহ আহত ১০। মৌলভীবাজারে ৩ জন গুলিবদ্ধ, বিজিবি মোতায়েন। এ পর্যন্ত সারাদেশে মারা গেছে ৫০ এর বেশি। ২৭ ফেব্রুয়ারি- মতিঝিল শাপলা চত্বরে মহাসমাবেশ লাখ মানুষকে সাথে নিয়ে মতিঝিলের শাপলা চত্বরে মহাসমাবেশ শুরু হয় বিকাল ৩ টায়।

মতিঝিল শাপলা চত্বরে গণজাগরণ মঞ্চের মহাসমাবেশ থেকে ২৮ ফেব্রুয়ারির হরতাল প্রতিহত করার আহবান। মহাসমাবেশে আরেকবার শপথ গ্রহণ করা হয়েছে। ছবি সূত্র- বাংলানিউজ২৪। ২৬ ফেব্রুয়ারি- মামমুদুর রহমানকে গ্রেফতারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রনালয়ে স্বারকলিপি প্রদান ও গণ জাগরণ মঞ্চে নিয়ে নানা বিভ্রান্তির জবাব দিলো গণ জাগরণ মঞ্চ মাহমুদুর রহমানকে গ্রেফতার না করায় ২৬ ফেব্রুয়ারি বিকেল ৪ টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান। শাহবাগের প্রজন্ম চত্বরে চলছে গণস্বাক্ষর ও প্রতিবাদী গান।

স্বারকলিপি গ্রহণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, মাহমুদুর রহমানের বিরুদ্ধে অতিসত্বর আইনী ব্যবস্থা নেয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, যেখানে বসে মাহমুদুর রহমান ও তার সহযোগীরা অপতৎপরতা চালাচ্ছে সেখানে অচিরেই অভিযান চালানো হবে। মাহমুদুর রহমানকে গ্রেফতার করতে ইমরান এইচ সরকারের নেতৃত্বে দেলোয়ার হোসেন রনি, অমিত বিক্রম ত্রিপুরা, মারুফ রসূল ও মাহমুদুল হক মুন্সী স্বরাষ্ট্রমন্ত্রী স্বারকলিপি প্রদান করেছেন। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ সাজা মৃত্যুদন্ডের দাবিতে ও সাংবাদিক নির্যাতন, পতাকা পোড়ানো ও শহীদ মিনার ভাঙ্গার প্রতিবাদে সাংবাদিকদের সমাবেশ হয়েছে জাতীয় প্রেসক্লাবে। যারা পতাকা পুড়িয়েছে ও শহীদ মিনার ভেঙেছে, তাদেরকেও যুদ্ধাপরাধী হিসেবে বিচার করা হোক, বলেছেন আলতাফ মাহমুদ। রাজীবের নামাজে জানাজার ইমামকে হত্যার হুমকিদাতা ফারাবীকে ৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

গোলাম আজমের জামিনের আবেদন খারিজ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। গণ জাগরণ মঞ্চ নিয়ে নানা বিভ্রান্তির জবাব দিলো গণ জাগরণ মঞ্চ Click This Link ২৫ ফেব্রুয়ারি- মিরপুর গোলচত্বরে মহাসমাবেশ বিকাল ৩ টায় মিরপুর ১০ নাম্বারের গোলচত্বরে ২৫ ফেব্রুয়ারি বিকাল ৩ টা থেকে মহাসমাবেশ। আরেকবার শপথ বাক্য পাঠ করা হয়েছে। গণজাগরণ মঞ্চে আমরা কেউ নাস্তিক নই, বলেছেন ইমরান। গণজাগরণ মঞ্চে ইমরান, বাংলাদেশকে কেউ সন্ত্রাসের চারণভূমি বানাতে পারবে না।

আমার দেশসহ বিভিন্ন গণমাধ্যমের অপপ্রচারে বিভান্ত হবেন না। বাংলাদেশ একটি শান্তিপ্রিয় গণতান্ত্রিক দেশ। মুক্তিযুদ্ধের চেতনার বাহিরে এদেশে আর কিছু থাকবে না। নিজ নিজ অবস্থান থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। রাজাকারের সাথে কোন আপস নয়।

নিহত ব্লগার রাজীব সম্পর্কে কুতসা রটানোয় হাইকোর্টের বিচারপতি মিজানুর রহমান ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ তদন্তে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি। ২৪ ফেব্রুয়ারি- সারাদেশে ইসলামী দলগুলোর হরতাল প্রত্যাখ্যান করে মিছিল গাড়ির চাকা ঘুরবে দোকান পাট খুলবে স্কুল কলেজ চলবে রাজধানীতে তারুণ্যের জাগরণ মিছিলে হাজার হাজার মানুষের স্লোগানে প্রত্যাখ্যান হরতাল। প্রজন্ম চত্বরে এখন হাজার হাজার মানুষ। রাস্তাঘাটে গাড়ি চলেছে স্বাভাবিকভাবে, মানুষ কর্মস্থলে যেতে শুরু করেছে (সকাল ৯ টা)। সারাদেশে ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক।

রাজধানীতে বাস চলছে, দূর পাল্লার কয়েকটি রুটেও বাস চলছে। নাশকতা ঠেকাতে রাজধানীতে নেমেছে বিজিবি। "আমার দেশ" পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে সোমবার বিকাল ৩ টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ। যেসব গণমাধ্যমে বিভ্রান্তিকর খবর প্রকাশ হয়েছে সে সম্পর্কে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় বক্তব্য দেবে গণজাগরণ মঞ্চ। ব্লগার রাজীবের নামাজে জানাজার ইমামকে হত্যার হুমকিদাতা ফারাবী চট্টগ্রামের হাটহাজারী থেকে গ্রেফতার।

নিজেকে হিজবুত তাহরীর কর্মী বলে স্বীকার করেছে ফারাবী। আজকে চট্টগ্রাম থেকে ১০টি ককটেল, একটি পুলিশের পোশাক, বিভিন্ন ব্যানার, আড়াইশ মার্বেল, ১০টি লোহার রড ও লাঠিসহ বিপুল পরিমাণ জিহাদি বইপত্র এবং তাদের কর্মকাণ্ডের তালিকাসহ বেশ কয়েকটি ডায়রি উদ্ধার করা হয়েছে। সুনামগঞ্জে হরতালে পিকেটিং করার সময় শিবিরের পৌরসভাপতিসহ অন্তত দুজন আটক। সকল ধর্মভিত্তিক দল নয়, জামায়াতকে যথাসময়ে নিষিদ্ধ করা হবে- সংসদে শেখ সেলিম। এখন পর্যন্ত ৬০ হাজার গণস্বাক্ষর পড়েছে যুদ্ধাপরাধীর বিচার চেয়ে- চ্যানেল একাত্তর।

২৩ ফেব্রুয়ারি- রায়ের বাজার বধ্যভূমিতে পতাকা হাতে মহাসমাবেশ ও ইসলামি দলগুলোর হরতাল প্রত্যাখ্যানের আহবান শাহবাগে নতুন কর্মসূচী ঘোষনা করেছেন ডাঃ ইমরান এইচ সরকার। রোববার সকাল ৮ টায় সারাদেশে পাড়া মহল্লা থেকে হরতালবিরোধী মিছিল বের করার আহবান জানিয়েছে গণজাগরণ মঞ্চ। শাহবাগ থেকে পতাকা হাতে হেঁটে রায়ের বাজার বদ্ধভূমিতে সমাবেশ হয়। ফাঁসির দাবিতে শপথ করা হয়েছে। নতুন কোনো কর্মসূচী ঘোষণা করা হয় নি।

পরেরদিন রবিবারের হরতাল প্রত্যাখানের আহবান জানানো হয়েছে। সারাদেশের সকল দেশপ্রেমিক যোদ্ধাদের মাঠে থেকে দেশদ্রোহীদের প্রতিহত করার অনুরোধ। ২২ ফেব্রুয়ারি- সারাদেশে জামায়াত শিবির ও সমমনাদের হামলা, শাহবাগ গণজাগরণ চত্বর থেকে নতুন কর্মসূচী ও আল্টিমেটাম ঘোষণা দেশজুড়ে জামায়াত শিবির সহ সমমনাদের হামলার প্রতিবাদে শাহবাগের প্রজন্ম চত্বরে আবারও সমাবেশ শুরু হয়েছে ২২ ফেব্রুয়ারি সন্ধায়, রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। ২২ ফেব্রুয়ারি শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে নতুন কর্মসূচী ও আল্টিমেটাম ঘোষণাঃ ১) শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে ২৩ ফেবরুয়ারি শনিবারে বিকাল ৩ টায় সারাদেশে জাতীয় পতাকা হাতে বিক্ষোভ মিছিল এবং একই সঙ্গে রাজধানীর রায়ের বাজার বধ্যভূমিতে সমাবেশ। (শাহবাগ থেকে পতাকা হাতে রায়ের বাজারে যাওয়া হয়)।

লাগাতার আন্দোলনের ঘোষণা। ২)জাতীয় পতাকা অবমাননা, শহীদ মিনার অবমাননাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করার আল্টিমেটাম। ২২ ফেব্রুয়ারি, রাত সোয়া এগারোটায় গণজাগরণ মঞ্চের আহবায়ক ডা. ইমরান এইচ সরকার এ নতুন কর্মসূচি ও আল্টিমেটাম প্রদান করেন। ৩)আমার দেশ সম্পাদক ও উস্কানিদাতা, ইন্ধন দাতা মাহমুদুর রহমান কে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম । ৪)জামাত শিবিরের করা মসজিদ অবমাননা,মসজিদের ভিতরে ককটেল ফোটানো, জাতীয় মসজিদের খতিবকে অপমানের প্রতিবাদে আগামীকাল সারা দেশে জাতীয় পতাকা হাতে বিক্ষোভ মিছিল বিকাল ৩ টায় ।

। ৫)শাহবাগের গনজাগরন মঞ্চে সকাল ১০ টা থেকে গণ স্বাক্ষর কর্মসূচি চলবে। ৬)জামাত শিবিরের ডাকা রবিবারের হরতাল প্রতিহত করতে মাঠে থাকার ঘোষণা। সারাদেশের সকল দেশপ্রেমিক যোদ্ধাদের মাঠে থেকে দেশদ্রোহীদের প্রতিহত করার অনুরোধ। রাজধানীসহ সারাদেশে জামায়াতে ইসলাম ও সমমনাদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ ঘটেছে।

পুরান ঢাকার বাবুবাজারে পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষ, অর্ধশতাধিক গ্রফতার। পাবনার বাংগাবাড়িয়াতে পুলিশের সঙ্গে জামায়াত শিবিরের সংঘর্ষ, মারা গেছে দুইজন। ৮ পুলিশ ও গুলিবিদ্ধসহ কমপক্ষে আহত ৩০। প্রজন্ম চত্বরে দায়িত্বরত বাদল মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। সিলেটে শহীদ মিনারে ভাংচুর, পুলিশের সাথে সংঘর্ষ, মারা গেছে ১ জন।

ট্রাস্ট ব্যাংকে আগুন দিয়েছে জামায়াত শিবির। গাইবান্ধার পলাশবাড়িতে পুলিশের সাথে জামায়াত শিবিরের সংঘর্ষ, মারা গেছে দুজন। গণজাগরণ মঞ্চে আগুন, প্রেসক্লাব ও এটিএন বাংলার অফিসে ভাংচুর। হবিগঞ্জের শাহেবাগগঞ্জে পুলিশের সাথে জামায়াত শিবিরের সংঘর্ষ, আওয়ামিলীগ কার্যালয়ে হামলা, আহত অর্ধশতাধিক। চাঁদপুরে জামায়াত শিবিরের নেতারা জাতীয় পতাকা ছিড়ে ফেলেছে।

ফেনীতে শহীদ মিনারে ভাংচুর। গাইবান্ধা, সিলেট ও ঝিনাইদহে ৪ জন নিহত এবং রাজশাহীতে শতাধিক আহত। পাবনায় গণজাগরণ মঞ্চে আগুন, আহত ১০| রাজশাহীর সাহেববাজারে পুলিশের সাথে জামায়াত শিবিরের সংঘর্ষ। চাঁদপুরে পুলিশের সাথে সামায়াত শিবিরের দফায় দফায় সংঘর্ষ, টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ, আহত ২০| চট্টগ্রামের প্রেসক্লাবে বিক্ষোভকারীদের হামলায় দুজন ফটো সাংবাদিকসহ অন্তত ৫ জন আহত। বাইতুল মোকাররম উত্তর গেটে জামায়াত ও সমমনা উগ্রপন্থীদের হামলায় বোমার স্প্লিন্টারে আহত একাত্তর টিভির ক্যামেরাম্যান আরিফুজ্জামান পিয়াস, এটিএন বাংলার ক্যামেরাম্যান এস এম তুহিন, মাছরাঙ্গার রিপোর্টার আবদুল্লাহ তুহিন ও গাজী টিভির সাংবাদিক মাসুদুর রহমানসহ ১২ সাংবাদিক আহত, পুলিশের সাথে জামায়াত শিবিরের সংঘর্ষ, গোলাগুলি।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নামাজের জন্য পাতা গালিচায় আগুন ধরিয়ে দিয়েছে জামায়াত শিবির। কাঁটাবনে পুলিশের সাথে জামায়াত শিবিরের সংঘর্ষ, শাহবাগ থানার অসি আহত, আটক ৩| ঝিনাইদহে পুলিশ ও গণজাগরণ মঞ্চ কর্মীদের সঙ্গে জামাত শিবিরের সংঘর্ষ, মারা গেছে ১ জন, সাংবাদিকসহ আহত ৫। মৌলভীবাজারে ভাংচুর, পুলিশের সাথে জামায়াতের সংঘর্ষ, আহত ১২। বাইতুল মোকাররমসহ রাজধানীর অন্যান্য জায়গায় জামায়াত শিবিরের হামলায় আহত ৫০ জনকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে, একজনের অবস্থা আশংকাজনক। নোয়াখালিতে অর্ধশত দোকান ভাংচুর।

নারায়ণগঞ্জের চাষাড়ায় রাজীব চত্বরে মুক্তিযুদ্ধ চেতনা মঞ্চে জামায়াত শিবিরের ভাংচুর। খুলনায় ১৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ কার্যালয়ে আগুন দিয়েছে জামায়াত শিবির, চ্যানেল একাত্তরের ক্যামের।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.