আমাদের কথা খুঁজে নিন

   

আমার প্রিয় কমিক ক্যারেক্টার : ন্যান্সি



প্রথম আলো পাঠক সবাই ন্যান্সিকে নিশ্চয়ই চেনেন........ ন্যান্সি ও স্লাগোর মত মজার চরিত্রের জন্যেই এই কার্টুনটা এতদিন ধরে টিকে আছে.......( ১৯৩৮ থেকে )..... কার্টুনটি প্রথমে ফ্রিটজি রিটজ ( ন্যান্সির আন্টি ) হিসেবে পরিচিত ছিল....... এরপর বুশমিলার এখানে ন্যান্সি চরিত্রটিকে নিয়ে আসেন এবং তার বিপুল জনপ্রিয়তায় সেটা আজও চলছে......... ন্যান্সির প্রিয় বন্ধু হল অলস স্লাগো........ বান্ধবী ইরমা....... বছরের পর বছর ধরে সফলতার সাথে তারা তাদের বয়সকে যেমন আটকে রেখেছে তেমনি আপডেট করেছে তাদের দুষ্টুমির স্টাইলকে......... যেমন, ২০০৯ সালে ন্যান্সি আকাশের মেঘগুলোকে আইপডের মত দেখছে আবার ১৯৭৬ সালে মেঘগুলোকে টিভি'র মত দেখেছে........ পাঠককে ধরে রাখার ব্যাপারে ন্যান্সি কালজয়ী বলব আমি........ আমার ন্যান্সিকে ভাল লাগে কারণ এই কার্টুনটি পড়লে সবসময়ই ছোটবেলার জীবনের একটা টাচ পাই....... ছোটরাই আসলে সবচেয়ে সুখী ও সৃষ্টিকর্তার সবচেয়ে সুন্দর সৃষ্টি.......... ফেসবুকে ন্যান্সির অফিসিয়াল গ্রুপটি হল: ন্যান্সি এন্ড স্লাগো স্মিথ আপনি ন্যান্সি ও স্লাগোর ফ্যান হয়ে থাকলে জয়েন করুন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.