আমাদের কথা খুঁজে নিন

   

বিচিত্র পথচারী - বর্নময় জীবন

আমি এবং আমরা

গত দুই মাসে গাড়ি চালানোর সময় আমার বিচিত্র কিছু অভিজ্ঞতা হয়েছে - আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা হল আজকে। ১. কিছু বিচিত্র পথচারী রয়েছেন, এরা রাস্তা পার হবার সময় মোবাইলে কথা বলতে বড়ই পছন্দ করেন, বড়ই দিলখুশ ভঙ্গিতে কথা বলতে বলতে এরা রাস্তা পার হন। কোনোদিকে তেমন একটা তাকান টাকান না - ভাব দেখে মনে হয় আওরঙ্গজেবের জ্যেষ্ঠ পুত্র এক এক জন!! ২. এরা রাস্তার এক সাইডে বড়ই সাবধান পথচারীর ভঙ্গিতে দাঁড়িয়ে থাকেন - কিন্তু আপনার গাড়ি কাছাকাছি আসা মাত্র এরা ব্যস্তসমস্ত ভঙ্গিতে রাস্তা পার হওয়া শুরু করেন ৩. ধরেন ১০ মিনিট ধরে সিগনালে দাঁড়িয়ে থাকার পর ট্রাফিক পুলিশ যখন আপনাকে ক্রস করার জন্য গ্রিন সিগনাল দিল, ঠিক তখনই কিছু ভাই ও বোন (আম্মা ও খালাম্মা মেইনলি) আপনার সামনে দিয়ে রাস্তা পার হওয়া শুরু করেন। এদের পার হতে দিয়ে আপনি যখন বের হতে যাবেন তখন দেখবেন যে সিগন্যালে লাল বাতি জ্বলছে জ্বলজ্বল করে ৪. রাস্তায় আশি নব্বই একশতে গাড়ি চালাচ্ছেন - খুবই বিজি রাস্তা - আশে পাশে দিয়ে পাঁই পাঁই করে অন্য গাড়ি বের হয়ে যাচ্ছে - এমন সময় দেখলেন প্রেমিক টাইপের পথচারী তার প্রেমিকার কাঁধ জড়িয়ে অথবা কোমরে হাত দিয়ে হেলতে দুলতে সেই রাস্তা পার হচ্ছেন (ভাবখানা এমন যে প্রেমিকা সাহেবান হাঁটতে পারেন না, তাই তাকে অলমোস্ট ঠেলে বা কোলে করে রাস্তা পার করিয়ে দেয়া হচ্ছে ) - হেহ হেহ ৫. ইংলিশ মিডিয়াম স্কুলের পাশ দিয়ে পার হওয়ার সময় দেখবেন গেটের সামনে গাড়ি একটার পাশে আরেকটা - ৮ লেনের রাস্তা হলেও দেখবেন আপনার জন্য রয়েছে ৪ ফুট। এইসব নন্দদুলাল এবং দুলালী এবং তাদের বাবা মায়ের ভাব খানা এমন যে গেট থেকে বের হয়ে কেউই এক পা বেশী হাঁটতে পারবে না - পারলে ক্লাসরুম থেকে কোলে করে এনে গাড়িতে বসিয়ে দেয়া হত আর কি ৬. চশমা পরা চাচা বা খালু টাইপ পথচারী - এরা অসম্ভব ধীরে রাস্তা পার হতে পছন্দ করেন। আপনি প্রচুর সময় দেয়ার পরও যদি আলতো হর্ন দেন এরা থেমে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকবে আপনার দিকে। ৭. কিছু পথচারী রয়েছেন এরা রাস্তার মোড়ের উপর দাঁড়িয়ে গল্প করবেন কয়েকজন মিলে - আপনি সাইড পেয়েছেন কিনা বা গাড়িটা বের করার মত জায়গা থাকল কিনা সেটা তাঁরা কেয়ার করেন না ৮. কিছু গাড়িওয়ালা খালাম্মা এবং খালু একদম রাস্তার মাঝে গাড়ি থামিয়ে গাড়ি থেকে হেলতে দুলতে নামতে থাকেন - অন্যরা পেছনে এক ঘন্টা দাঁড়িয়ে থাকলেও কি যায় আসে ৯. স্কুল পড়ুয়া কিছু বালক যারা কানে ইয়ার ফোন লাগিয়ে রাস্তায় হাঁটেন - আপনি হর্ন দিলেও তারা বিরক্তবোধ করেন না, সাইড ও দেন না - কানে তো ইয়ারফোন আছেই - ঝাকানাকা ডিজুস দুনিয়া ১০. আরো আছেন কিছু পথচারী যারা ওয়ান ওয়ে রাস্তা পার হবার সময় তাকিয়ে থাকেন যেদিক থেকে গাড়ি আসছে তার উল্টা দিকে এবং অত্যন্ত সতর্ক ভাব নিয়ে - যেন ট্রাক আসলে আসবে উল্টা দিক দিয়েই - সেলুকাস!! হেহ হেহ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।