আমি বিজয় নিয়ে তবেই বাড়ি ফিরব মা... এক বিচিত্র পথ এই পৃথিবীর,
এক-এক মনের অসীম ভাবনায়-
গড়ে উঠা নিজ নীড়।
একে অন্য সকলই পরস্পর নির্ভর,
তবু্ও কেউ ক্ষমতায় বসে দেখায় তার জোর।
সকলের তরে সকলই মোরা দৃঢ় এক বন্ধন,
ভুলে যাই মোরা, বাহুদুরী দেখাই অযথাই অকারণ।
মেথর আছে তাই গৃহস্থলীর মল করি নিষ্কাসন,
মুঁচি আছে তাই জুতা সেলাই তার্ও আছে মানব মন-
ফেরিওয়ালা মাল নিয়ে করে ঘুরো-ঘুরি,
করেনা ভিক্ষা নবীর শিক্ষা তারই তো সম্মানি।
কামারের আগুন লাল-রঙ্গিন ঝরে পড়ে ঘাম,
কুমারের হাতে কাঁদা-জল কতটুকু দেই সম্মান।
রাখালের কাটা সারা দিন-বেলা ভাবি কী একবার,
বেঁচে আছি দেখ কত করুণায় অবদান যারযার।
কৃষকের ফোলা সোনা ধান-ফসল; শ্রমীকের দেয়া শ্রম,
সকলের দেখ অবদান আছে কেইবা আছে কম।
বেঁচে আছি দেখ কতটুকু আছে নিজের অবদান,
ক্ষাণিক ব্যার্থ খুজি স্বার্থ নিজের কল্যাণ।
ভাবিনা মোরা এই পৃথীবির বিচিত্র সবার,
কোন আঁধারে এখন্ও ডুবে ভাবনার নীড়-দ্বার।
সেখানেতে অক্ষর আলো বড় প্রাপ্তি মোর,
তাইতো ভাবি অযথার যথা নাই করি কোন জোর।
আড়ালে লিখি ছন্দ-ছড়া আছে কোন মোর স্বার্থ,
মনের দিগন্তে ভাবনার নীড়ে যেন হই আমি ব্যার্থ।
১৫ পৌষ ১৪১৯ বঙ্গাব্দ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।