আমাদের কথা খুঁজে নিন

   

অনন্ত বিস্ময়ের ক্রপসার্কেল বা শস্যবৃত্ত



প্রিয় পাঠক, লেখার শিরোনাম দেখেই হয়তো আপনার মনে প্রশ্ন জেগেছে - এই ‘ক্রপসার্কেল’ আবার কী ? তাই না ? আচ্ছা বলছি তাহলে, বিস্তীর্ণ শস্যভূমিতে সৃষ্ট (হতে পারে সেটা বহির্জাগতিক কোনো বুদ্ধিমান প্রাণীর সৃষ্টি) এক ধরণের জটিল জ্যামিতক চিত্রই হলো ‘ক্রপ সার্কেল’ বা ‘শস্যবৃত্ত’। এসব শস্যবৃত্তের আকার আকৃতি শুধু জটিল বললে বোধহয় ভুল হবে, বরং বলা যেতে পারে মহাজটিল। যেটা মানুষের পক্ষে তৈরি করা প্রায় অসম্ভব। যদিও কেউকেউ এসব ক্রপসার্কেল দেখে মাথা খাটিয়ে কিছু ক্রপসার্কেল তৈরি করেছেন, কিন্তু সেসব ক্রপসার্কেল পূর্বের সৃষ্ট ক্রপসার্কেলগুলোর ধারে কাছে যেতে পারেনি। আর এর মূল কারণ হলো এর জটিল জ্যামিতিক প্যাটার্ন এবং খুব ভালো গাণিতিক জ্ঞানের প্রয়োগ।

এই ধরণের ক্রপসার্কেল তৈরি করতে হলে একজন মানুষকে গণিত এবং জ্যামিতি সম্পর্কে খুব ভালো জ্ঞান রাখতে হবে। সেই ১৯৮০ সাল থেকে আজ পর্যন্ত আবি®কৃত হয়েছে প্রায় ১০,০০০ শস্যবৃত্ত। যেগুলোর প্রতিটিতে ব্যবহার করা হয়েছে জটিল সব জ্যামিতিক হিসাব নিকাশ। প্রায় প্রতিবছরই আবি®কৃত হচ্ছে নিত্য নতুন সব ক্রপ সার্কেল এবং এগুলো পূর্বেরগুলোর তুলনায় আরও বেশি জটিল হচ্ছে। ২০০২ সালে ইংল্যান্ডের এক শস্যবৃত্তে এক এলিয়েনের (বহির্জাগতিক বুদ্ধিমান প্রাণী) মুখচ্ছবি এবং তার হাতে ধরে রাখা একটি গোলক দেখা গিয়েছিল।

আমরা এই ক্রপসার্কেলের কিছু ছবি ছাপিয়ে দিলাম। আপনি নিজেই পরখ করে দেখুন না সেগুলো মানুষের পক্ষে তৈরি করা সম্ভব কি না ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.