আমার মাঝে মাঝে মনে হয় চিড়িয়াখানার বন্য পশুগুলান বনে ছেড়ে দিয়ে সেখানে কিছু নীতিহীন রাজনীতিবিদ রাখলে চিড়িয়াখানার আয় বাড়বে বহুগুন।
আমাদের তরুণ প্রজন্মকে অনেকেই নাক সিটকিয়ে তাকাতো তাদের ভিতর দেশপ্রেম নাই একথা মনে করে। কিন্তু সমস্ত হিসাব পাল্টে গেছে শাহবাগ জাগরণের পর। নতুন প্রজন্মের জাগরনে জেগে উঠেছে সারা দেশ,এখন হয়ে গেছে গণমানুষের দাবী "কথা হল একটাই,রাজাকারের ফাসি চাই"।
ব্লগ-ফেসবুকের আন্দোলন সারা দেশের মাঝে দাবানলের মত ছড়িয়ে গেছে শুধুমাত্র নতুন প্রজন্মের জন্য।
আমি নিজেও আমার এলাকায় আন্দোলন শুরু করেছি।
খুব আশা করেছিলাম সমস্ত দ্বিধা কাটিয়ে বি.এন.পি গণমানুষের পক্ষে বিশেষ করে নতুন প্রজন্মের এই দাবীর সাথে একাত্নতা প্রকাশ করে সামিল হবে আন্দোলনের এই জনস্রোতে। কিন্তু বি.এন.পি তো এগিয়ে গেলইনা বরং শাহাবাগের দ্রোহের আগুনকে নিয়ে তাদের নেতারা শুরু করেছেন নানা নোংরা তৎপরতা। বি.এন.পি. নেতা হান্নান শাহ বলেছেন শাহবাগে আন্দোলন সরকারের সাজানো নাটক : হান্নান শাহ আর বি। এন পি এর আরও কিছু পেইড সাংবাদিক বলেছেন kvnev‡Mi wei“‡× mvsevw`K‡`i GKvsk
আমি একই সাথে হান্নান শাহ এবং কুলাঙ্গার সাংবাদিকদের বলব,আমি আপনাদের প্রতি ঠিক ততটা ঘৃণা প্রকাশ করছি যতটা ঘৃণা করি যুদ্ধাপরাধীদের।
শেষে এটুকু বলব,যারাই আজ যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান করছেন তাদের নতুন প্রজন্ম ঠিকই ঘৃণার আস্তাকুরে পাঠাবে এটা সুনিশ্চিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।