আমাদের কথা খুঁজে নিন

   

হান্নান শাহ রিমান্ডে

ঢাকা মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া মঙ্গলবার এই বিএনপি নেতার জামিন আবেদন নাকচ করে এই আদেশ দেন।
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ সোমবার সন্ধ্যায় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার পর রাতে রাজধানীর বারিধারা থেকে হান্নান শাহকে গ্রেপ্তার করে পুলিশ।
এরপর গাড়ি ভাংচুর ও পোড়ানোর অভিযোগে গত ২৬ অক্টোবর ভাটারা থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক এই সেনা কর্মকর্তাকে ১০ দিনের রিমান্ডে চান ওই থানার এস এই মো. একরামুল হক।
ওই মামলার এজাহারে হান্নান শাহর নাম না থাকলেও অজ্ঞাত পরিচয় আসামিদের মধ্যে একজন হিসাবে তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
অন্যদিকে হান্নানের পক্ষে  তার আইনজীবীরা জামিনের আবেদন করেন।
দুপুরে শুনানি শেষে বিচারক জামিন নাকচ করে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
এর আগে গত ৮ নভেম্বর বিএনপি ৭২ ঘণ্টার হরতাল ঘোষণার পর দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ তাদের হরতালের দুই মামলায় রিমান্ডে পেলেও পরে হাই কোর্ট তা স্থগিত করে।
এই পাঁচ জনের জামিন আবেদনের বিষয়ে আগামী ২৮ নভেম্বর শুনানি হওয়ার কথা রয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.