মহানগর হাকিম আসাদুজ্জামান নূর সোমবার এই আদেশ দেন।
সকালে বিএনপির তিন নেতাকে আদালতে হাজির করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে পুলিশ।
হান্নান শাহকে দুই মামলায় ১০ দিন করে মোট ২০ দিন, রিজভীকে তিন মামলায় মোট ৩০ দিন এবং বেলালকে দুই মামলায় ২০ দিনের হেফাজতে চাওয়া হয়।
অন্যদিকে রিমান্ড আবেদনের বিরেধিতা করে আসামিদের জামিন দেযঅর আবেদন জানান তাদের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, বোরহান উদ্দিন, ইকবাল হোসেন, মহসিন মিয়া ও এমদাদ হোসেন।
শুনানি শেষে বিচারক দুই আবেদনই নাকচ করে দিয়ে আসামিদের কারাগারে রাখতে বলেন।
আদেশে বলা হয়, প্রয়োজন হলে মামলার তদন্ত কর্মকর্তা দশ দিনের মধ্যে কারা ফটকে তাদের জিজ্ঞাসাবাদ করতে পারবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।