আমাদের কথা খুঁজে নিন

   

আল্লাহর অনুকম্পা ও জীবনে সফলতা লাভ



মানুষে-মানুষে থাকবেনা নাসকতা। আদৌ থাকবেনা অপতৎপরতা। মানুষ মহৎ রুপে বেঁচে থাকতে চাইলে মানুষের মাঝে থাকবেনা অহংকার ও প্রতিহিংসা। নাসকতা, অপতৎপরতা, পরশ্রীকাতরতা, অহংকার ও প্রতিহিংসা যাদের মধ্যে থাকবেনা, তাঁরা মহৎ জন। অসহিষ্ণুতা ক্ষতির কারন।

মানুষ, মানষকে তিরস্কার করা উচিত না। বরং মানুষ তাঁর উদারতা ও মহত্ব দ্বারা একে অপরকে পুরস্কৃত করতে পারে। নিশ্চয়ই আল্লাহ মহান ও কৃপাবান। আল্লাহ মহাপরাক্রমশালী, দয়ালু ও মেহেরবান। তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান, প্রজ্ঞাময়, সর্বশ্রেষ্ঠ শ্রোতা, দাতা ও নিরাপত্তা দানকারী।

তাই মানুষকে আল্লাহর অনুকম্পা পেতে হলে সার্বিকভাবে আল্লাহর উপরই আত্মসমর্পন করতে হবে। আল্লাহর বিধান শুদ্ধতম। তিনি পবিত্রতম। আল্লাহর নিকট আত্মসমর্পন করে, তাঁর বিধি-বিধান মেনে চলা মানুষের কর্ম ও ধর্ম। সদা আল্লাহকে ভয় করতে হবে।

আল্লাহ সবকিছুর সম্যক্ দ্রষ্টা । আল্লাহ এক এবং অদ্বিতীয়। তাঁর কোন শরিক নাই। এ জন্যই জীবনে সফলতা অর্জনে আল্লাহর অনুকম্পার উপরই মানুষকে নির্ভর করতে হবে। তবেই মানুষ মহত্ব অর্জন করে জীবনে পূর্ণ সফলতা লাভ করতে পারবে ।

অন্যথা নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.