আমাদের কথা খুঁজে নিন

   

গল্পের নাম মিতু

মুহাম্মাদ রিয়াজ উদ্দিন

মিতু আমার ছোটবেলার বন্ধু। একসাথেই দুজনের স্কুলে যাওয়া। বৃষ্টির দিনে মাঝে মাঝে এক ছাতার নিচেই দুজনে যেতাম। কারণ প্রায়ই আমার ছাতা নেয়া হতো না। ক্লাস সেভেন থেকেই মিতুর সাথে আর স্কুলে যাওয়া হলো না।

আমি অনেক দূরের প্রতিষ্ঠানে ভর্তি হলাম। ও পুরনো সেই স্কুলেই রয়ে গেল। দেখা হতো কিন্তু সেই আগের মতো আর কথা হয় না। ওদের বাড়ি কাছে না হওয়ায় আরো দূরত্ব তৈরি হয়। স্কুল পেরিয়ে মিতুর আর কলেজে ভর্তি হওয়া হলো না।

এক অনাকাংক্ষিত পরিস্থিতিতে মিতু চলে যায় স্বামীর ঘরে। যখন শুনি ওর বিয়ে। তখন কেমন কষ্ট পেয়েছি এখন মনে নেই। তবে এখন সেই সব স্মৃতির কথা মনে পড়লেই অনেক স্বপ্ন দেখি। স্বপ্নগুলো কাছে ঘুরে বেড়ায়।

হাতছানি দিয়ে ডাকে। মিতুর অনেক ভালো আছে কিনা জানি না। অনেক বছর থেকে দেখা নেই। ইচ্ছে থাকলেও ছুটে গিয়ে দেখতে পারি না। মিতু হয়ত ছোটবেলার বন্ধুত্ব ভুলেই গেছে! আর ভুলে যাওয়াটাই স্বাভাবিক।

মিতু ভালো থাকো। অনেক ভালো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।