আমার কাফন আমি চাদরের মত পরে কতদিন আন্দোলিত হবো
স্বপ্ন দেখতাম ভেজা ঘাসে খালি পায়ে হেঁটে বেড়াব
তোমার হাত দুটি ধরে নিঃসীম নীলাকাশ তলে।
স্বপ্ন দেখেছিলাম তোমায় নিয়ে বসে থাকব পূর্ণিমায়
খোলা মাঠের প্রান্তে জোছনা-জলে স্নাত হয়ে
স্বপ্ন ছিল আমরা দুজনে নৌকায় চড়ে ঘুরে বেড়াব
টলটলে স্বচ্ছ জলের নদীতে,কোন এক বিহন বেলায়।
কথা দিয়েছিলে তুমি আসবে আমার সাথে
পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আকাশটাকে ছুঁয়ে দিতে।
কথা দিয়েছিলে দু’জনে মিলে ছুটে বেড়াব
দিগন্তজোড়া সবুজের মাঝে কোন এক অচিনপুরে।
স্বপ্ন দেখিয়েছিলে আমার প্রতীক্ষার প্রহর শেষ হবার,
কথা দিয়েছিলে তুমি আসবে গোধূলিবেলায়।
আমি তেমনি বসেছিলাম,বসে আছি আজও পথপানে চেয়ে।
কত গোধূলি গেল কত দিন বয়ে গেল,
তুমি আসনি সেদিন,আজও এলেনা…
আমার দু’চোখ জোড়া শুধু অন্তহীন প্রতীক্ষা,
হৃদয় আজ শূণ্যতার ধূ ধূ প্রান্তর।
স্বপ্নেরা আর পাখা মেলেনা আকাশ পানে,
প্রতীক্ষার পালাও বুঝি আর শেষ হয় না।
তবু দিন চলে যায়…
শুধু বুকের গহীনে অনেক ক্ষরণ নিয়ে রই,
নিরবে,নিভৃতে বাঁধ ভাঙ্গে দু’চোখের অশ্রুরা।
আজ দিন কাটে কোন এক ঘোরে..
মনের বাঁকে বাঁকে ভেসে যায় তোমার প্রতিচ্ছবি।
পবিত্র স্মৃতিরা আমায় বেঁধে রেখেছে কোন সে মায়ায়,
কোন সে বাঁধনে,কী এক অন্তহীন প্রতীক্ষায় !
হতবাক,বিস্মিত,নির্বাক এই আমি আজও
বসে আছি শুধু এক অপেক্ষায়,
কোন এক স্বপ্নীল গোধূলীবেলার…
রচনাকালঃ ২০সেপ্টেম্বর,২০০৬
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।