বিডিআর এর ঘটনা নিয়ে রাজনীতির কি আর শেষ হবে না? আমরা কি জানতে পারবো আসলে পিলখানায় কি হয়েছিলো? আসল ঘটনা জানানোর কোন খবর নেই কিন্তু একের পর এক বিডিআর সদস্যের মৃত্যুর খবর আমরা পাচ্ছি। এ পর্যন্ত মোট ১৬ জন বিডিআর সদস্য গ্রেফতার হওয়ার পর মারা গেছেন বলে জানা গেছে। কেউ মারা গেলেই বলা হচ্ছে ওই বিডিআর সদস্য আত্মহত্যা করেছে। কিন্তু পাবলিক তো এত বোকা না। জিজ্ঞাসাবাদের নামে এভাবে বিডিআর মারার কারণ নিয়ে কাউকে কোন উচ্চবাচ্য করতে দেখি না।
একমাত্র ব্যতিক্রম আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। তারা ইতিধ্যে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে। কিন্তু বাংলাদেশে যারা মানবাধিকার মানবাধিকার বলে গলা ফাটান তাদের তো দেখা যাচ্ছে না। আমাদের সুশীল সমাজের বাবুরাও এখন চুপ। এতগুলো সেনা কর্মকর্তা হত্যার পর যদি এখন বিডিআর মারা শুরু হয় তাহলে দেশ কোথায় যে যাবে আল্লাহই জানে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।