আমাদের কথা খুঁজে নিন

   

বিকলাঙ্গ পা নিয়ে রিকসা চালিয়ে জীবিকানির্বাহ করছে হাসান

সময়... অনাদি... হতে... অনন্তের... পথে...

১টি বিকলাঙ্গ পা নিয়ে ৫ বছর ধরে রিকসার প্যাডেল চেপে জীবিকা নির্বাহ করে চলছে শ্রীমঙ্গলের পঙ্গু হাসান। রিকসার ২টি প্যাডেল দু’পায়ে চেপে চালানো যেখানে প্রচুর পরিশ্রমের সেখানে ১টি পা নিয়ে কষ্ট করে রিকসা চালিয়ে জীবন কাটছে তার। আত্নপ্রত্যয়ী এই যুবকের বাড়ি ছিল হবিগঞ্জ জেলার বানিয়াচং এলাকায়। হাসানের পিতা গেদু মিয়া গ্রামেই কাঠমিস্ত্রির কাজ করেন। জন্ম থেকেই ভাগ্য বিরম্বীত হাসানের ১টি পা নেই তার উপর ছোট বেলায়ই তার মা মারা যাওয়ায় মাতৃ শোকে পড়ে হাসান।

মাতৃ শোক কাটাতে গেদু মিয়া ২য় বিয়ে করেন। কিন্তু ভাগ্যে যদি সুখ না থাকে তাহলে জীবনে কষ্টই সম্বল। পুত্রের যত্নের পরিবর্তে হাসানের উপর নামে নির্যাতন। থাকতে হয় অভুক্ত শেষ মেশ তাকে বাড়ি থেকেই বের করে দেয় সৎ মা। তখন নিরুপায় বাবা ছিলেন কিংকর্তব্য বিমূঢ়।

এরপর হাসানের জায়গা হয় রেলওয়ে ষ্টেশন পেশা হয় ভিক্ষা এভাবেই চলে দীর্ঘ দিন। একদিন হাসান শায়েস্তাগঞ্জ রেলষ্টেশন থেকে ট্রেনে উঠে, নামে শ্রীমঙ্গল ষ্টেশনে। এখানে কয়েকদিন ভিক্ষা করে। কিন্তু এক পায়ে চলাচল যেমন কষ্টকর আবার তেমন ভিক্ষা ও মিলে না। এক পর্যায়ে অল্প মজুরে কাজ নেয় শ্রীমঙ্গল রেল ষ্টেশন সংলগ্ন জনৈক কালা মিয়ার গ্যারেজে।

সেখান থেকে কিছুটা অভিজ্ঞতা নিয়ে দুর্দান্ত সাহস নিয়ে হাসান শুরু করে রিকসা চালানো। ১পা দিয়ে প্রতিদিন মহাসড়কে সওয়ার টেনে ৭০/৮০ টাকা রোজি করে এ দিয়ে তার একার সংসার ভালই চলে। মাটিতে বসে গামছা দিয়ে মূখ মুছতে মুছতে প্রায় ৪ বছর আগের কথাগুলো বলছিল হাসান। প্রায় ৫বছর পূর্বে বাসা থেকে অফিসে আসার জন্য রিকসায় উঠে আসছি প্রায় আধা কিলো আসার পর ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জ রোডের ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন ১নং ব্রীজে রিকসাটি এসে আর চলতে পারছেনা। আপ বেয়ে উঠতে খুব কষ্ট হচ্ছে একটু নজর দিতেই চোখ পড়লো রিকসা চালকের একটি পা নেই ।

বুকের মধ্যে সাথে সাথে শীর শীর দিয়ে উঠলো দ্রুত রিকসা থেকে নেমে গেলাম। হাসান আপ বেয়ে ব্রীজে উঠে আমাকে উঠতে বলল এবং উঠে গেলাম ব্রীজের ডাউনের স্পৃটেই পেঁৗছালাম আমার অফিসে। সেখানে তাকে নামিয়ে তার সাথে জিজ্ঞাসাবাদে শুনতে পারলাম তার সংগ্রামী জীবনের কথা। এরপর থেকে অনেক বারই শহরে রিকসা চালানোর সময় তার সাথে দেখা হয়। অতি সম্প্রতি তার সাথে দেখা হলে সে জানায় বিয়ে করেছে তার একটি ছেলে আছে।

স্ত্রী সন্তান নিয়ে শ্রীমঙ্গল ষ্টেশনের ১ কর্মকর্তার বাসায় থাকে। ছবির ক্যাপশনঃ বিকলাঙ্গ পা নিয়ে শ্রীমঙ্গলে রিকসা চালাচ্ছে হাসান (২ টি ছবি)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.