করিতো হাড়ভাঙ্গা পরিশ্রম
খাই, যা পাই তাই কম।
একদিকে অর্থের অপ্রতুলতা
অপর দিকে দারিদ্র্যতা ও নিরন্নতা।
বসবাস করছি নিয়ে জীর্ণতা ও শীর্ণতা
এদিকে সাধন করতেই হচ্ছে কৃচ্ছতা
সম্পদ বন্টনে সমতা থাকলে হতোনা এমনটা ।
কৃষক করে জমিকে বারবার তৈরী
নিরুপায় হয়ে পড়ে যদি হয় প্রকৃতি বৈরী ।
নদী-নালা, খাল-বিল খনন যদি করা হয়
পানি যদি ধরে রাখার এরুপে ব্যবস্থা রয়
মজুর ও কৃষককে হতে হতোনা নিরুপায় ।
কর্ম না পেলে তখন আমরা মুচড়ে পড়ি
কষ্টদীর্ণ হয়ে নিরন্নতা নিয়ে মাটি কামড়ে থাকি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।